1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের বিরুদ্ধে মামলা

৫ জুন ২০১২

বাংলাদেশের আদালত এলাকায় ভাংচুরের সময় তাকে হত্যা চেষ্টার অভিযোগে একজন আইনজীবী পুলিশের এক ডেপুটি কমিশনারসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছেন৷ আদালতে দায়ের করা এই মামলা এখন আদেশের জন্য রাখা হয়েছে৷

https://p.dw.com/p/157lL
ছবি: DW

হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ৩৩ নেতা-কর্মীকে জামিন না দেয়ায় গত ১৬ই মে আদালত এলাকায় ভাংচুরের ঘটনা ঘটে৷ ওই দিন আহত হন বিএনপি পন্থী আইনজীবী হোসেন আলী হাসান৷ তিনি মাথায় আঘাত পান৷ তিনি ঘটনার ১৮দিন পর সোমবার আদালতে হাজির হয়ে অভিযোগ করেছেন পুলিশ তাকে হত্যার জন্য তার ওপর হামলা চালিয়েছিল৷ এই অভিযোগে তিনি পুলিশের উপ কমিশনার খোরশেদ আলম, অতিরিক্ত উপ কমিশনার মারুফ হোসেন, সহকারী কমিশনার রাজীব আল মাসুদ, ইন্সপেক্টর সালাউদ্দিন খান, মাহবুবুল ইসলাম এবং সাব ইন্সপেক্টর আজাদের বিরুদ্ধে মামলা করেন৷ ঢাকা মহানগর হাকিম জয়নব বেগম মামলাটি আদেশের জন্য রেখেছেন৷

তার আইনজীবী খোরশেদ আলম জানান তারা হত্যার প্রচেষ্টার মামলা দায়ের করেছেন৷

ওই দিনের ভাংচুরের ঘটনায় এর আগে আইনজীবীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু বলেন ঘটনার এতদিন পর মামলা করা উদ্দেশ্যমূলক৷ তিনি বলেন এই মামলার যারা সাক্ষী তাদের অনেকেই আদালত এলাকায় ভাংচুরের মামলার আসামি৷

মামলার বাদি হোসেন আলি হাসান জানান তিনি কোতয়ালী থানায় মামলা দায়ের করতে গিয়েছিলেন৷ কিন্তু থানা মামলা না নেয়ায় বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য