1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের গুলি: জার্মানিতে এক বছরে ১৪ জনের মৃত্যু

২৯ জুন ২০১৮

২০১৭ সালে জার্মানিতে ৭৫ জনকে গুলি করেছে পুলিশ৷ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের তুলনায় এ সংখ্যা কিছুই নয়৷ দেশটিতে গত বছর পুলিশের গুলিতে মারা গেছেন ৯৫০ জন মানুষ৷

https://p.dw.com/p/30Wlp
Polizist mit Pistole
ছবি: picture-alliance/dpa/O. Berg

জার্মান পুলিশ কলেজের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে পুলিশের গুলিতে ৩৯ জন আহত এবং ১৪ জন নিহত হয়েছেন৷

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ'র তথ্য অনুযায়ী গত কয়েক বছরে পুলিশের গুলিতে মৃত্যুর হার বেড়েই চলেছে:

- ২০১৬: নিহত ১১, আহত ২৮ জন

- ২০১৫: নিহত ১০, আহত ২২ জন

- ২০১৪: নিহত ৭, আহত ৩০ জন

- ২০১৩: নিহত ৮, আহত ২০ জন

জার্মান পুলিশ বলছে, ২০১৭ সালের ১৪ মৃত্যুর মধ্যে ১৩টিই হয়েছে আত্মরক্ষার প্রয়োজনে৷ অপর মৃত্যুটি হয়েছে এক সন্দেহভাজনকে পালানো থেকে আটকাতে গিয়ে৷

ফুঙ্কে মিডিয়া গ্রুপ বলছে, ২০১৭ সালে পুলিশ মোট ৭৫টি গুলি করেছে৷ অর্থাৎ, বছরে প্রতি ৫ দিনে একবার গুলি চালিয়েছে বাহিনীটি৷

ওয়াশিংটন পোস্ট বলছে, যুক্তরাষ্ট্রে গত বছর ৯৮৭ জন নিহত হয়েছেন পুলিশের গুলিতে৷

জার্মান পুলিশ জানাচ্ছে, এর বাইরেও ১২টি গুলি চালিয়েছে তারা৷ এর ১০টি দুর্ঘটনাবশত এবং দুটি চালানো হয়েছে আত্মহত্যার উদ্দেশ্যে৷

আলেক্সান্ডার পিয়ারসন/এডিকে

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য