1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুলিশের কাছে নিজেকে সোপর্দ করলেন জুমা

৮ জুলাই ২০২১

আদালত অবমাননার দায়ে ১৫ মাস কারাবাসের নির্দেশ আসার পর ৭৯ বছর বয়সি জ্যাকব জুমা বৃহস্পতিবার পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

https://p.dw.com/p/3wCIb
জ্যাকব জুমা
ছবি: Shiraaz Mohamed/AP Photo/picture alliance

সাউথ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত ক্ষমতায় থাকার সময় জুমার বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ, জানায় তদন্তকারী কমিশন। জুমাকে হাজিরা দিতে নির্দেশ দিলে তা অমান্য করেন তিনি। এরপর দেশটির সর্বোচ্চ আদালত কারাবাসের সাজা শোনায়।

বুধবার রাত পর্যন্ত বোঝা যাচ্ছিল না জুমা আত্মসমর্পণ করবেন কি না, কারণ এই রায়কে চ্যালেঞ্জ করে দুটি আপিল করেছেন তিনি।

আত্মসমর্পণের ডেডলাইন কেন?

জুমাকে আত্মসমর্পণ করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয় আদালত, যা ছিল বুধবার মাঝরাত পর্যন্ত। এর আগে থেকে জুমার বাসার সামনে তার সমর্থকেরা ভিড় জমাতে থাকেন।

জ্যাকব জুমার বাড়ির সামনে তার সমর্থকদের দেখা যাচ্ছে
জ্যাকব জুমার বাড়ির সামনে তার সমর্থকদের দেখা যাচ্ছেছবি: Rogan Ward/REUTERS

নিজেকে পুলিশের হাতে সোপর্দ না করলে আত্মসমর্পণ করতে জুমাকে বুধবার মাঝরাত পর্যন্ত সময় দেয় আদালত। এরপরই আত্মসমর্পণের সিদ্ধান্ত ঘোষণা করেন জুমা।

জুমার আইনজীবীরা যুক্তি দেখান যে ১৫ মাসের কারাবাসের সাজা জুমার প্রতি বিদ্বেষপূর্ণ সিদ্ধান্ত, কিন্তু তা আদালতে টেকেনি।

জুমার যাত্রা

ক্ষমতা থেকে সরে আসার পর প্রথম কোনো প্রেসিডেন্ট কারাবাসে যাচ্ছেন সাউথ আফ্রিকায়। জুমা এর আগে, নেলসন ম্যান্ডেলার সাথে মিলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০১৭ থেকে জুমার জনপ্রিয়তা ও ক্ষমতার রাশ আলগা হতে থাকে৷ সেসময় ডেপুটি প্রেসিডেন্ট সিরিল রামাফোসা জুমাকে সরিয়ে ক্ষমতাসীন দলের নেতা হন।

রামাফোসা ক্ষমতায় আসার পর, জুমার বিরুদ্ধে অভিযোগ ওঠে অতুল, অজয় ও রাজেশ গুপ্তা নামে তিন ভারতীয় বংশোদ্ভূত ব্যবসায়ীকে রাষ্ট্রের পক্ষে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে এই তিন ভাই।

এসএস/কেএম (এএফপি, এপি, রয়টার্স)