1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো হামলার পরিকল্পনা ছিল

২২ এপ্রিল ২০১৩

বস্টনে মর্মান্তিক বোমা হামলার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তি এখনো কথা বলতে পারছে না৷ আটকের প্রক্রিয়া চলাকালে এই সন্দেহভাজনের গলায় গুলি লেগেছিল৷ অপর সন্দেহভাজন ইতোমধ্যে প্রাণ হারিয়েছে৷

https://p.dw.com/p/18KUB
ছবি: picture alliance/AP Photo

গত সপ্তাহে বস্টনে ম্যারাথন চলাকালে বোমা হামলায় প্রাণ হারায় তিনি ব্যক্তি, আহত ১৮০ ব্যক্তি৷ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে আটকের চেষ্টা চালায় মার্কিন পুলিশ৷ এ জন্য কার্যত পুরো বস্টন এলাকা সিল করে দিয়ে চিরুনি অভিযান শুরু করে পুলিশ৷ দীর্ঘ এই অভিযানের ফলাফল সন্দেহভাজন এক ব্যক্তি নিহত, অপরজনকে শুক্রবার ভোরে গুরুতর আহত অবস্থায় আটক৷

সন্দেহভাজন দুই ব্যক্তি ২৬ বছর বয়সি টামেরলান এবং ১৯ বছর বয়সি জোখার সারনায়েভ আবার সম্পর্কে দুই ভাই৷ পুলিশ জানিয়েছে, তাদের কাছে অস্ত্র এবং গোলা-বারুদের বিশাল সংগ্রহ ছিল৷ তাদের গ্রেপ্তার অভিযান চালানোর পর সংশ্লিষ্ট এলাকা থেকে বেশ কয়েকটি অবিস্ফোরিত হাতে তৈরি বোমা এবং আড়াইশ'র মতো গুলি উদ্ধার করা হয়েছে৷ এসব আলামত দেখে কর্তৃপক্ষের ধারণা, সন্দেহভাজনরা আরো হামলার পরিকল্পনা করেছিল৷

বস্টনের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এখনো পুরোপুরি ইতিবাচক মনোভাব পোষন করছেন না সেখানকার পুলিশ কমিশনার এড ডেভিস৷ শহরের অন্য কোথাও যে বোমা নেই, সেই বিষয়েও পুরোপুরি নিশ্চিত নয় পুলিশ৷ তবে তাদের মতে, বস্টনের সাধারণ জনতা এখন নিরাপদ অবস্থান আছেন৷

এদিকে, বস্টন ম্যারাথনে বোমা হামলার দায়ে সন্দেহভাজনদের নিয়ে এখন বিস্তর আলোচনা চলছে৷ রাশিয়ার দক্ষিণাঞ্চল থেকে আসা এই দুই যুবক চেচেন সম্প্রদায়ের৷ গত প্রায় দশ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন তারা৷ তাদের বিরুদ্ধে যে হামলার অভিযোগ আনার চেষ্টা করছেন মার্কিন গোয়েন্দা, সেই হামলার উদ্দেশ্য এখনো জানা সম্ভব হয়নি৷

পুলিশ সারনায়েভকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে কিনা কিংবা কবে নাগাদ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে, সে বিষয়েও বিস্তারিত কিছু এখনো জানা যায়নি৷ তবে কর্তৃপক্ষ পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত সারনায়েভের স্ত্রী ক্যাথরিন রাসেল সারনায়েভকে জিজ্ঞাসাবাদের উদ্যোগ নিয়েছে৷ এই নারীর আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন এই তথ্য৷ নিহতের স্ত্রী টেলিভিশন দেখে জেনেছেন যে তাঁর স্বামী বস্টন হামলার একজন সন্দেহভাজন, দাবি আইনজীবীর৷

এআই/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য