1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পুরুষতান্ত্রিকতার দৃষ্টিভঙ্গি নিয়ে আন্তর্জাতিক সম্মেলন

৩ সেপ্টেম্বর ২০২১

বাংলাদেশ এবং ভারতের গ্যোয়েটে ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে ‘এম থ্রি: ম্যান, মেল, ম্যাসকুলিন (মানুষ, পুরুষ, পুরুষতান্ত্রিকতা) শিরোনামে দুইদিনব্যাপী এক ভার্চুয়াল আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে শুক্রবার৷

https://p.dw.com/p/3zr14
ছবি: Goethe-Institut Bangladesh

দক্ষিণ-এশীয় এই সম্মেলনে বাংলাদেশ এবং ভারতে পুরুষতান্ত্রিকতার বর্তমান দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করা হবে৷ বিভিন্ন সাংস্কৃতিক এবং শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে পুরুষতান্ত্রিকতা সম্পর্কে বর্তমান দৃষ্টিভঙ্গির খোঁজ করা এই সম্মেলনের প্রধান লক্ষ্য৷ আন্তর্জাতিক সম্মেলনটিতে পুরুষতান্ত্রিকতাকে প্রতিপাদ্য রেখে দক্ষিণ এশিয়া এবং ইউরোপের বিশেষজ্ঞ এবং শিল্পীরা তাঁদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করবেন৷

শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় আলোচনায় থাকবেন বাংলাদেশের সাংবাদিক এশা অরোরা এবং জার্মান লেখক ফিকরি অনিল আল্টিনটাস৷

বাংলাদেশের সাংবাদিক এশা অরোরা
বাংলাদেশের সাংবাদিক এশা অরোরাছবি: Mahmud Hossain Opu

সমসাময়িক দক্ষিণ এশীয় চলচ্চিত্রে পুরুষতান্ত্রিকতার উপস্থাপন নিয়ে ফিল্ম কিউরেটর এবং সাংবাদিক মীনাক্ষী শেদ্দেকে পরিচালিত একটি প্যানেল আলোচনায় বক্তাদের মধ্যে থাকবেন বাংলাদেশের দুই নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও রুবাইয়াত হোসেন, এবং ভারতের নির্মাতা দেবাশীষ মাখিজা এবং অভিনেত্রী তিলোত্তমা সোম৷ লিঙ্গভেদে অভিনেতাদের জন্য কীভাবে ভূমিকা লেখা হয় তা নিয়ে আলোচনা করা হবে এই সেশনে৷ কথোপকথনে অভিনেতাদের পাশাপাশি পরিচালকদের বেতন স্কেলে লিঙ্গ বৈষম্যও উঠে আসবে৷ এই আলোচনা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়৷ 

মোস্তফা সরয়ার ফারুকী
শনিবার আলোচনায় থাকবেন মোস্তফা সরয়ার ফারুকীছবি: privat

অন্যান্য বক্তাদের মধ্যে থাকবেন ভারতের গবেষক ও লেখক উর্বশী বুটালিয়া, জার্মানির ফ্লোরিয়ান ফিশার, ভারতের লেখক মীনা কান্দাস্বামী, জার্মানির ডর্টমুন্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মিউজার, যুক্তরাষ্ট্রের ডিউক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমাথি রামস্বামী এবং আরও অনেকে ৷

শিল্পীদের মধ্যে থাকবেন ভারতের কমেডিয়ান এবং লেখক অদিতি মিত্তল, শব্দ শিল্পী অনামিকা জোশি এবং সেদেশের নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মনদীপ রাইখি, জার্মান অভিনেত্রী সুজান সাখসে, জার্মান চলচ্চিত্র নির্মাতা কার্স্টিন রিকারম্যান এবং সিল্ক বেলার সহ আরও অনেকে৷

জুমের মাধ্যমে সম্মেলনে যে কেউ সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবেন৷ সেজন্য এই লিংকে (https://bit.ly/RegisterGIM3) গিয়ে আগে নিবন্ধন করতে হবে৷

এপিবি/জেডএইচ