1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
দুর্যোগবাংলাদেশ

পুরীর কাছে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ

৫ ডিসেম্বর ২০২২

ভারতের পুরী এবং ভুবনেশ্বর থেকে কিছু দূরে সমুদ্রের তলায় ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল-সহ ঢাকায়।

https://p.dw.com/p/4KT5W
ভারতের পুরী এবং ভুবনেশ্বর থেকে কিছু দূরে সমুদ্রের তলায় ভূমিকম্প। কম্পন অনুভূত হয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চল-সহ ঢাকায়।
ভূমিকম্পের উৎসস্থল থেকে ঢাকার দূরত্ব ৫২৯ কিলোমিটার

সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ ভূমিকম্প হয় বঙ্গোপসাগরের সমুদ্রপৃষ্ঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল বলে মনে করা হচ্ছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ দশমিক দুই। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এই খবর প্রথম প্রকাশ করেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা-সহ দেশের ধক্ষিণাঞ্চলে।

এনএসসি জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল পুরী থেকে ৪২১ কিলোমিটার দূরে, ভুবনেশ্বর থেকে তার দূরত্ব ৪৩৪ কিলোমিটার। ভারত এবং বাংলাদেশের মধ্যবর্তী জলসীমান্তের কাছে কম্পন হয়। ভূমিকম্পের উৎসস্থল থেকে ঢাকার দূরত্ব ৫২৯ কিলোমিটার। কক্সবাজার ৩৪১ কিলোমিটার। টেকনাফ এবং বরিশাল থেকে যথাক্রমে ৩১৯ এবং ৩৪৯ কিলোমিটার।

বিডিনিউজ২৪ডটকম জানিয়েছে, অ্যামেরিকার ভূতাত্ত্বিকজরিপ দপ্তর ইউএসজিএসের তথ্য অনুসারে বাংলাদেশে কম্পন অনুভূত হয় সকাল ৯টা ২ মিনিটে। তবে এনসিএস জানিয়েছে, প্রথম কম্পন ধরা পড়ে ৮টা ৩২ মিনিটে।

ভূমিকম্পের ফলে জলোচ্ছ্বাসের কোনো খবর পাওয়া যায়নি। সমুদ্রের ধারের অঞ্চলে ক্ষয়ক্ষতির কোনো খবরও পাওয়া যায়নি। সুনামি সতর্কতা জারি হয়নি।

এসজি/জিএইচ (পিটিআই, বিডিনিউজ২৪ডটকম)

গত মাসের ছবিঘরটি দেখুন...