পুরনো দিনের বাংলা গান | পাঠক ভাবনা | DW | 09.04.2010
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

পুরনো দিনের বাংলা গান

নতুন আঙ্গিকের পরিবেশনা বেশ ভাল লাগছে তবে বিরক্ত হচ্ছি পুনঃপ্রচার করায়৷ অনুষ্ঠানের মাঝামাঝিতে গান প্রচার বেশ আনন্দদায়ক৷ এতে...

ভারত-বাংলাদেশের পুরনো দিনের বাংলা গান বাজানোর অনুরোধ জানাচ্ছি৷ যেমন গত সপ্তাহে বাজানো হয়েছিলো সাবিনা ইয়াসমিনের কন্ঠে একটি গান৷

শ্রোতাদের সঙ্গে মত বিনিময়ের অনুষ্ঠান ইনবক্স এর সময় হয়েছে বড্ড কম৷ সব অনুষ্ঠানে আপনারা কাটছাট করলেও ইনবক্স এ কাটছাট করা ঠিক হয়নি৷ দু'দিনের ইনবক্সের সময় যেন আগামীতে ১৫ থেকে ১৮ মিনিট করা হয়৷ এ সপ্তাহের হেলথ লাইনে নেপালে ইন্টারনেটের মাধ্যমে চিকিৎসা পরিষেবার উপর প্রতিবেনটি বেশ ভাল লাগলো, ধন্যবাদ৷ মোঃ সাইফুল ইসলাম, ইয়ুথ রেডিও ক্লাব, চাঁদনী বাজার, বগুড়া, বাংলাদেশ৷

ডয়চে ভেলেতে নিয়মিত লিখতে না পারলেও নিয়মিত অনুষ্ঠান শোনার চেষ্টা করি৷ ডয়চে ভেলে প্রচার করছে তথ্যবহুল, নিরপেক্ষ বস্তুনিষ্ঠ বিশ্বসংবাদসহ নানা অনুষ্ঠান৷ বর্তমানে শ্রবনমান অত্যন্ত ভালো৷ শিউলি খাতুন, মশীপুর, সিরাজগঞ্জ, বাংলাদেশ৷

এ সপ্তাহের মোনালিসা পর্বে জার্মান মহিলা সমাজের একটি বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে৷ বিধান সান্যাল, বালুর ঘাট, দক্ষিণ দিনাজপুর৷