1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিটিয়ে আলোচিত শাসক দলের এমপিরা

হারুন উর রশীদ স্বপন ঢাকা
১৭ জুলাই ২০২২

বাংলাদেশে আইন প্রণয়নকারী এমপিদের একাংশ এখন পেটানো নিয়ে আলোচনায়৷ শিক্ষক, দলীয় নেতা-কর্মী কেউ তাদের হাত থেকে রেহাই পাচ্ছেন না৷ তারা রীতিমত ‘পাড়ার মাস্তান’ বলছেন কেউ কেউ ৷এমপিদের কেন এই নেতিবাচক আত্মপ্রকাশ?

https://p.dw.com/p/4EFm9
প্রতীকী ছবি
প্রতীকী ছবিছবি: picture-alliance/E.Topcu

সর্বশেষ আলোচনায় এসেছেন কুমিল্লা-৪ আসনের সরকার দলীয় সংসদ সদস্যরাজি মোহাম্মদ ফখরুল৷ তিনি দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালোম আজাদকে কিল ঘুসি মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠিয়েছেন৷ খোদ সংসদ ভবনের ভিতরেই এই ঘটনা ঘটে৷ শনিবার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির বৈঠকে তৃণমূলে কমিটি গঠন এই কিল ঘুসির ঘটনা ঘটে৷ উপজেলা চেয়ারম্যানও কিল-ঘুসির পাল্টা জবাব দিয়েছেন বলে জানা যায়৷

গত ৭ জুলাই রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সেলিম রেজাকে তার ব্যক্তিগত চেম্বারে ডেকে নিয়ে মারপিট করেন রাজশাহী-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী৷ ওই অধ্যক্ষকে তিনি ১৫ মিনিট ধরে কিল ঘুসি ছাড়াও হকি স্টিক দিয়ে পেটান৷ অধ্যক্ষের অপরাধ তিনি সংসদ সদস্যের কথা মত একজন শিক্ষকের বিরুদ্ধে তদন্ত ছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা নিতে রাজি হননি৷

এভাবে মারপিট করে সরকার দলীয় আরো যেসব সংসদ সদস্য আলোচনায় আছেন তারা হলেন শওকত হাচানুর রহমান রিমন, আনোয়ারুল আজীম, কাজী মনিরুল ইসলাম মনু,আবদুর রহমান বদি প্রমুখ৷

গত ১৯ মে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার সরকারি মাহতাব উদ্দিন কলেজে ঢুকে দুই সহকারী অধ্যাপককে মারধর করেন ঝিনাইদহ-৪ আসনের  সংসদ সদস্য  আনোয়ারুল আজীম আনার৷ সংসদ সদস্যের এক প্রিয় শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির মামলার কাগজপত্র চেয়ে না পেয়ে তিনি এই কাজ করেন বলে অভিযোগ৷

বরগুণা-২ আসনের এমপি শওকত হাচানুর রহমান রিমনের বিরুদ্ধে আগেও অভিযোগ রয়েছে৷ তিনি গত বছরের ২২ সেপ্টেম্বর পাথরঘাটা এলাকায় এক সভামঞ্চে উঠিয়ে নজরুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকেমারধর করেন৷  নজরুল ইসলামের মাইক্রোবাস সংসদ সদস্যের গাড়ি বহরকে রাস্তায় জায়গা ছাড়তে দিতে  করায় তিনি এভাবে প্রকাশ্যে শাস্তির ব্যবস্থা করেন৷ গত ২১ মে ফোরকান নামে এক চায়ের দোকানদারকেও মারধোর করেন তিনি৷

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু গত বছরের ১৬ সেপ্টেম্বর দলিল লেখক আনোয়ার হোসেনকে তার অফিসে দলবল নিয়ে গিয়ে মারধর করেন৷

সরকারের বিরোধিতা করলেই কি হামলা?

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি সংসদ সদস্য থাকার সময়েও এমন করেছেন৷ গত ২২ এপ্রিল তিনি টেকনাফ পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় তার দলবল নিয়ে প্রতিপক্ষের নেতা-কর্মীদের মারধর করেন৷ তার পছন্দমতো কমিটি না হওয়ায় তিনিওই হামলা চালান৷ এরা সবাই শাসক দল আওয়ামী লীগের সংসদ সদস্য৷ মারপিটের ঘটনার পর তাদের বিরুদ্ধে কোনো পুলিশি বা দলীয় ব্যবস্থা নেয়ার কোনো খবর পাওয়া যায়নি৷

সংসদ সদস্যদের কাজ সংবিধানে স্পষ্ট: সুপ্রিম কোর্টের আইনজীবী

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোরসেদ বলেন, ‘‘ সংসদ সদস্যদের কাজ সংবিধানে স্পষ্ট করা আছে৷ তাদের কাজ দেশের আইন প্রণয়ন করা৷ কিন্তু এখন দেখছি তারা মারপিট করছেন৷ আসলে যেমন সংসদ সদস্য তেমন তারা আচরণ করছেন৷  দল থেকেও তাদেরই চাওয়া হয়েছে৷  নয়তো তারা মনোনয়ন পেয়েছেন কীভাবে! তিনি মনে করেন, তাদের আচরণ দেখেই এই সংসদের কী ভাবমূর্তি আছে তা বোঝা যায়৷ কেউ সংসদের ভাবমূর্তি নিয়ে ভাবলে তারা সংসদ সদস্য হতে পারতেন না৷  আর দলও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিত৷ কিন্তু ব্যবস্থা তো নেয়না৷ আইনশৃঙ্খলা বাহিনীও সাহস পায়না৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক শান্তনু মজুমদার মনে করেন, ‘‘সংসদ সদস্যরা এখন বেসামাল হয়ে উঠেছেন৷ তারা সব জায়গায় আধিপত্য বিস্তার করতে চান৷আর যেখানেই তারা বাধা পান সেখানেই তারা আগ্রাসী হয়ে উঠছেন৷ এমনকি তারা শিক্ষা প্রতিষ্ঠানও দখল করতে চাইছেন৷ সেখানে তাদের মধু আছে৷ তাই তারা শিক্ষকদেরও ছাড়ছেন না৷ তার কথায়, ‘‘এটা দল এবং সরকারের দেখা উচিত৷ তা না হলে তো শৃঙ্খলা থাকবে না৷

তবে আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ‘‘যে সব সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসছে তা অবশ্যই তদন্ত করে দেখা হবে৷ যদি অভিযোগ প্রমাণ হয় তাহলে ব্যবস্থা নেয়া হবে৷ তারা কিন্তু দলের কোনো গুরুত্বপূর্ণ পদে নাই৷ তারা যা করছেন তা আওয়ামী লীগের নীতি ও আদর্শবিরোধী৷ তাদের কাজ নিন্দনীয়৷ শেখ হাসিনা তাদের ক্ষমা করবেন না৷ এমনও হতে পারে আগামী নির্বাচনে তারা আর মনোনয়ন পাবেন না৷''

শেখ হাসিনা তাদের ক্ষমা করবেন না: এস এম কামাল হোসেন

এখন পর্যন্ত কোনো ব্যবস্থা তো দেখা যাচ্ছেনা-এই কথার জবাবে তিনি বলেন, ‘‘এটা একটি প্রক্রিয়ার মাধ্যমে নেয়া হয়, তাই সময় লাগে৷ এর আগে তখনকার সংসদ সদস্য লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷ গাজীপুরের মেয়র জাহাঙ্গিরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে৷

এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সংসদ সদস্যেদের হাতে অধ্যক্ষ ও শিক্ষকদের মার খাওয়ার ঘটনার বিচারের ভার জাতীয় সংসদের স্পিকারের হাতে দিয়েছেন৷  তিনি রবিবার ঢাকায় সাংবাদিকদের বলেন, ‘‘সংসদ সদস্যদের বিরুদ্ধে এই অভিযোগগুলো উত্থাপন হওয়ায় খুব বিব্রতকর৷ আর সেগুলো যদি সত্য হয়, সত্য প্রমাণিত হয় সেগুলো আরো বিব্রতকর৷ তবে যদি কোনো সংসদ সদস্য এ ধরনের কাজে যুক্ত থাকেন সেক্ষেত্রে সেই সংসদ সদস্যের বিরুদ্ধে আমরা মন্ত্রণালয় হিসেবে সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারি না৷ যেটি আমরা করতে পারি, তা হল, আমরা স্পিকারের শরণাপন্ন হতে পারি এবং তার মাধ্যমে তার কাছে অভিযোগ উত্থাপন করে আমরা এটির একটি সমাধান চাইতে পারি৷''

এ বিষয়ে চেষ্টা করেও জাতীয় সংসদের স্পিকারে বক্তব্য পাওয়া যায়নি৷