1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিএসসি ও জেএসসিতে গড়ে ৯০ শতাংশের বেশি পাস

৩১ ডিসেম্বর ২০১৯

এ বছর প্রাথমিক সমাপনী পরীক্ষা পিএসসিতে ৯৫.৫০% এবং ইবতেদায়ীতে ৯৫.৯৬% শিক্ষার্থী পাস করেছে৷ আর জেএসসি-জেডিসিতে পাস করেছে ৮৭.৯০%৷

https://p.dw.com/p/3VWx5
Bangladesch Schüler Schulkasse in Dhaka Prüfung
ফাইল ফটোছবি: picture-alliance/landov

মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে প্রাথমিক সমাপনীর ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন৷ আর জেএসসি-জেডিসির ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী৷ 

পরে সচিবালয়ে স্থানীয় গণমাধ্যমকে ফলাফলের বিস্তারিত জানান মন্ত্রীরা৷ 

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে এবার মোট পরীক্ষা দিয়েছে ২৯ লাখ তিন হাজার ৬৩৮ জন৷ পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৩ লাখ ২৬ হাজার ৮৮ জন শিক্ষার্থী৷ আর ইবতেদায়ীতে পূর্ণ জিপিএ পেয়েছে ১১ হাজার ৮৭৭ জন৷

গত বছরের তুলনায় প্রাথমিক ও ইবতেদায়ীতে এবার পাসের হার কমেছে৷ প্রাথমিকে কমেছে প্রায় দুই শতাংশ ও ইবতেদায়ীতে এক দশমিক ৭৩ শতাংশ৷

এদিকে, অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষায় এবার মোট ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী অংশ নিয়েছে৷ এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯ জন৷ সে হিসেবে এবার জেএসসি-জেডিসিতে পাসের হার ও জিপিএ-৫ দু'টোই বেড়েছে৷

জেডএ/কেএম (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য