1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পিএফআই: দিল্লিতে ১৪৪ ধারা, নিষিদ্ধ প্রতিবাদ

২৭ সেপ্টেম্বর ২০২২

প্রথম তল্লাশি হয়েছিল পাঁচদিন আগে। মঙ্গলবার দেশের আটটি রাজ্যে আবার পিএফআই অফিসে তল্লাশি এনআইএ-র।

https://p.dw.com/p/4HOUL
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি। ছবি: Charu Kartikeya/DW

দিল্লিতে পপুলরা ফ্রন্ট অফ ইন্ডিয়া (পিএফআই) অফিসে তল্লাশি চালালো এনআইএ-র নেতৃত্বে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই তল্লাশি চলার সময় যাবতীয় প্রতিবাদ-বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। জামিয়া মিলিয়ার পড়ুয়াদের সাবধান করে দেয়া হয়েছে, তারা যাতে কোনোরকম বিক্ষোভ না দেখায়।  সিএএ-বিরোধী প্রতিবাদের অন্যতম মুখ শাহিন কওসরকে গ্রেপ্তার করা হয়েছে।

সারা দেশে ২৫০ জনকে আটক করা হয়েছে। মহারাষ্ট্রে গ্রেপ্তার করা হয়েছে ৪৬ জনকে। 

পাঁচদিন আগে পিএফআই-এর অফিস ও সংগঠনের সঙ্গে জড়িতদের বাড়িতে প্রথমে তল্লাশি চালায় এনআইএ। মঙ্গলবার ছিল তার দ্বিতীয় পর্ব। এই অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন অক্টোপাস'।

জামিয়া নগরে ১৪৪ ধারা

জামিয়া নগরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আগামী ১১ নভেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। এই জামিয়া নগরের মধ্যেই জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় পড়ে।

এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আগে থেকে সাবধান করে দেয়া হয়েছে, তারা যেন বিক্ষোভ না দেখায়। সিএএ-বিরোধী বিক্ষোভে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অত্যন্ত সক্রিয় ছিল। নির্দেশ দেয়া হয়েছে, আগামী দুই মাস সেখানে মোমবাতি মিছিল-সহ কোনোরকম প্রতিবাদ করা চলবে না।

শাহিনবাগ ও নিজামুদ্দিন এলাকাতেও তল্লাশি চলছে। শাহিনবাগেই দীর্ঘদিন ধরে সিএএ ও এনআরসি-র বিরুদ্ধে আন্দোলন করা হয়েছিল। এই আন্দোলনের পুরোভাগে ছিলেন নারীরা।

দিল্লি থেকে অন্ততপক্ষে ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জামিয়া নগর থেকে আটক করা হয়েছে ১৬ জনকে।

এই তল্লাশি নিয়ে দিল্লির পুলিশ কমিশনারও বৈঠক করেছেন। দিল্লিতে যাতে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত না হয়, তা নিয়ে আলোচনা হয়েছে। দক্ষিণ-পূর্ব দিল্লির জন্য বিশেষ অ্যাডভাইসারি জারি করা হয়েছে।

নানা জায়গায় তল্লাশি

দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, আসাম, কর্ণাটক ও তেলেঙ্গানায় এনআইএ-এর নেতৃত্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে।

উত্তরপ্রদেশের গাজিয়াবাদ ও বুলন্দশহরে পিএফআইয়ের কর্মকর্তা ও এই সংগঠনের সঙ্গে জড়িতদের বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হচ্ছে। গাজিয়াবাদ থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুলন্দশহর থেকে আটক করা হয়েছে চারজনকে। ভোর চারটে থেকে তল্লাশি চলছে।

মধ্যপ্রদেশের আটটি জেলায় তল্লাশি চলছে। এখনো পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, গত সপ্তাহে তল্লাশির সময় যাদের গ্রেপ্তার করা হয়েছিল, তাদের জেরা করে বাকিদের সন্ধান পাওয়া গেছে।

কর্ণাটকে পিএফআইয়ের ৪০ জন এবং এসডিপিআইয়ের ৭৫জনকে বিভিন্ন জেলা থেকে আটক করা হয়েছে। আসাম থেকে আটক করা হয়েছে ২৫ জনকে।

জিএইচ/এসজি (পিটিআই, এএনআই)