1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে হতাশ হওয়ার কারণ নেই’

১৬ মার্চ ২০১১

জাপানে তেজস্ক্রিয় বিকিরণ নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. এম শমসের আলী৷ তবে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি৷

https://p.dw.com/p/10Zes
ছবি: AP

ড. শমসের আলী ডয়চে ভেলেকে বলেছেন, বাংলাদেশের পারমাণবিক বিদ্যুত প্রকল্প নিয়েও হতাশ হওয়ার কোন কারণ নেই৷ এধরনের প্রাকৃতিক দুর্যোগের ওপর মানুষের কোন হাত নেই৷ প্রয়োজন বাড়তি সতর্কতা৷ তিনি মনে করেন, বাতাস বা পানির মাধ্যমে জাপানের পারমাণবিক কেন্দ্রের তেজস্ক্রিয়তা বাংলাদেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই৷ ‘‘তবে আমাদের খোঁজ খবর রাখতে হবে৷ জানতে হবে, কোন কোন দেশে তা ছড়িয়ে পড়ছে৷''

তিনি বলেন, ‘‘চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ থেকে আমরা জানি, এর তেজস্ক্রিয়তা খাদ্যদ্রব্য, বিশেষ করে দুধে ছড়িয়ে পড়ে৷ সেই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে৷ জাপান থেকে আনা খাদ্যদ্রব্যের উপাদানের তারিখ দেখে প্রয়োজনে এখানে আবার পরীক্ষা করা যেতে পারে৷''

অধ্যাপক ড. শমসের আলী আরও বলেন, বিদ্যুত সংকট নিরসনে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুত প্রকল্পের দিকে যাচ্ছে৷ এই প্রকল্প নিয়ে আতঙ্কের কিছু নেই৷ কারণ পারমাণবিক বিদ্যুত প্রকল্প সবচেয়ে নিরাপদ৷ এখন জাপানের দুঃখজনক অভিজ্ঞতার আলোকে আমাদের বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে৷ তিনি বলেন, আতঙ্কিত না হয়ে সাবধানতাই পারে বিপর্যয় ঠেকাতে৷ আর আমাদের উচিত হবে সাধ্যমত জাপানের মানুষের পাশে দাঁড়ান৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন