1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে দিল বাংলাদেশ

যুবায়ের আহমেদ আমস্টারডাম
৭ জুলাই ২০১৮

৮ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করেছে বাংলাদেশের মেয়েরা৷ পাপুয়া নিউগিনির দেয়া মাত্র ৮৫ রানের টার্গেটে ৫ ওভার ১ বল হাতে রেখেই পৌঁছে গেছে সালমাবাহিনী৷

https://p.dw.com/p/310g7
ছবি: Getty Images/AFP/A. Hassan

মেয়েদের ক্রিকেটে পাপুয়া নিউগিনির বয়স একেবারেই কম৷ সেদিক থেকে অভিজ্ঞতার ঘাটতি তো আছেই৷ তবে তাদের সম্পর্কে খুব একটা কিছু জানা নেই বাংলাদেশের মেয়েদের৷ এটা কিছুটা চ্যালেঞ্জই ছিল বৈকি৷ এ অবস্থায় নেদারল্যান্ডসের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে এদিন টস জিতে ফিল্ডিং বেছে নেন বাংলাদেশের অধিনায়ক সালমা৷ 

বল তুলে দেন দলের মূল স্ট্রাইকিং বোলার জাহানারার হাতে৷ দুই ওপেনার সিবোনা ও কোপিকে ভালোই ভুগিয়েছেন জাহানারা৷ তবে উইকেট পাননি প্রথম ওভারে৷ 

অপর প্রান্ত থেকে অধিনায়ক সালমা অবশ্য প্রথম বলেই এলবিডব্লিউর ফাঁদে ফেলেন সিবোনাকে৷ নিজের দ্বিতীয় ওভারে এসে সাফল্যের দেখা পান জাহানারা৷ তিন নম্বরে ব্যাট করতে নামা উইকেটকিপার ব্যাটসম্যান টাউ-এর উইকেট ভাঙেন তিনি৷ ৩ ওভারে ২ রানে দুই উইকেট হারিয়ে প্রচন্ড চাপে পড়ে ব্যাটিং শিবির৷ 

সেখান থেকে পাপুয়া অধিনায়ক সিকারাকে সাথে নিয়ে দলকে টেনে তোলার সব চেষ্টাই করেন কোপি৷ তবে নবম ওভারে আবারো সজোরে ধাক্কা৷ বদলি পেসার পান্না ঘোষ তাঁর প্রথম শিকার বানান সিকারাকে৷ পাপুয়া দলের সংগ্রহ তখন ২৩৷ 

এরপর নিয়মিত বিরতিতে আরো দুই উইকেট হারায় পাপুয়া নিউগিনি৷ কোপিকে নিজের দ্বিতীয় শিকার বানান পান্না৷ ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়ে তোলেন পাপুয়ার দুই ব্যাটসম্যান রুমা আর ফ্রাংক৷ রুমা ৩১ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন৷ তবে ২৬ বলে ২৭ রান করে বিদায় নেন ফ্রাংক৷ 

৬ উইকেটে ২০ ওভারে ৮৪ রান তুলতে সমর্থ হয় পাপুয়া নিউগিনি৷ পুরো ইনিংসে বেশ কিছু অপ্রয়োজনীয় ওভারথ্রোয়ে অতিরিক্ত রান দিয়েছে বাংলাদেশের মেয়েরা৷ 

সহজ টার্গেটকে তাড়া করতে নেমে বেশ স্বচ্ছন্দেই দলকে এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ওপেনাররা৷ প্রথম ওভারেই তিনটি চার হাঁকান শামীমা সুলতানা৷ আয়শাকে সঙ্গী করে উদ্বোধনী জুটিতে ছয় ওভারে তোলেন ৪১ রান৷ পাপুয়া অধিনায়ক সিকারা ১৫ রানে ফেরান আয়শাকে৷  ৩৬ বলে ৩৫ রান করে সাজঘরে ফেরেন শামীমা৷ শেষ পর্যন্ত ১৪.৫ ওভারে ঐ দুই উইকেটেই জয়ের লক্ষ্যে পৌঁছায় বাংলার মেয়েরা৷ 

এশিয়া কাপ টি-টোয়েন্টির ও আয়ারল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিরুদ্ধে সিরিজ জয় করে নেদারল্যন্ডসে এই সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ বাছাই পর্ব খেলছে বাংলাদেশ৷