1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাচারের অর্থ যুক্তরাষ্ট্র জব্দ করলে খুশি হবো: মোমেন

১১ আগস্ট ২০২৩

বাংলাদেশে দুর্নীতি বন্ধে যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে বাংলাদেশ খুব খুশি হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) ঢাকায় নাগরিক সমাজের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

https://p.dw.com/p/4V3Lx
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনছবি: DW

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন ‘‘আমরা খুশি হবো যদি যুক্তরাষ্ট্র আমাদের দেশ থেকে পাচার করা অবৈধ অর্থ জব্দ করে। আমরা এটাকে স্বাগত জানাই।''

৮ আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে তাদের কাছে নিষেধাজ্ঞা ও দুর্নীতিবাজদের সম্পদ বাজেয়াপ্ত করার মতো কৌশল আছে বলার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেন। 

তবে নির্বাচনের আগে তাদের সঙ্গে বাংলাদেশ সরকার কোন ধরণের চুক্তি করবে না বলে মনে করেন তিনি। এ মুহূর্তে সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে জনগণের জন্য খাদ্য নিরাপত্তা ও বাসস্থান নিশ্চিতকরণ। 

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনৈতিকরা প্রায়ই এমন মন্তব্য করেন যা অন্য কোন দেশের ক্ষেত্রে করেন না বলে মনে করে তিনি। সাংবাদিকরা কূটনীতিকদের কি ধরণের প্রশ্ন করতে পারবে সে ব্যাপারেও একটি ওরিয়েন্টেশনের আয়োজন করা হবে বলে জানান তিনি। 

মতবিনিময় সভায় উপস্থিত থাকা জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মিজানুর রহমান জানান লন্ডন, ব্রাসেলস ও ওয়াশিংটন এই তিনটি স্থান থেকে সরকার ও রাষ্ট্র বিরোধী অপপ্রচার চালানো হচ্ছে। 

সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক কূটনীতিক ফারুক সোবহান, বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, মেজর জেনারেল (অব.) আবদুর রশীদ, অধ্যাপক আব্দুল মান্নান, অধ্যাপক ড. লাইলুফার ইয়াসমিন প্রমুখ।

এসএইচ/এসিবি  (দ্য ডেইলি স্টার)