1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
রাজনীতিপাকিস্তান

পাকিস্তানে সরকার সমালোচক টিভি চ্যানেল বন্ধ

১০ আগস্ট ২০২২

পাকিস্তানের অন্যতম জনপ্রিয় টিভি চ্যানেল এআরওয়াই নিউজের প্রচার বন্ধ করে দেয়া হয়েছে বলে মঙ্গলবার টিভি চ্যানেলটি জানিয়েছে৷

https://p.dw.com/p/4FLax
শাহবাজ গিল (মাঝে) এআরওয়াই নিউজে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার পরে পুলিশ তাকে আটক করে
শাহবাজ গিল (মাঝে) এআরওয়াই নিউজে সরকারের বিরুদ্ধে অভিযোগ করার পরে পুলিশ তাকে আটক করেছবি: PPI/ZumaWire/picture alliance

চ্যানেলটির সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ঘনিষ্ঠসম্পর্ক রয়েছে বলে মনে করা হয়৷

‘রাষ্ট্রদ্রোহী’ তথ্য প্রচারের অভিযোগ এনে চ্যানেলটি বন্ধ করে দেয় ‘পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি’৷ এ বিষয়ে এআরওয়াই কর্তৃপক্ষকে পাঠানো নোটিশটি দেখেছে বার্তা সংস্থা এএফপি৷ নোটিশে বলা হয় ‘‘আপনার চ্যানেলে প্রচারিত ঘৃণাপূর্ণ, রাষ্ট্রদ্রোহী ও বিদ্বেষপরায়ণ কন্টেন্ট আপনার অসৎ উদ্দেশ্য সম্পর্কে গুরুতর উদ্বেগ উত্থাপন করে৷’’

সোমবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের চিফ অফ স্টাফ শাহবাজ গিলের একটি বক্তব্য প্রকাশের কয়েক ঘণ্টা পর নোটিশটি পাঠানো হয়৷ ঐ বক্তব্যে গিল বলেন, সরকার ইমরান খান ও সেনাদের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে৷ সাধারণ সেনারা ইমরান খান ও তার দলকে সমর্থন করেন বলেও মন্তব্য করেন তিনি৷ গিল অভিযোগ করেন, পাকিস্তানের শাসক দল পিএমএল-এর একটি ‘স্ট্র্যাটেজিক মিডিয়া সেল’ ভুয়া খবর ছড়িয়ে ইমরান খানের ক্ষতি করার চেষ্টা করছে৷

গত সপ্তাহে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণের সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে৷ এরপর অনলাইনে সামরিক নেতাদের বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়৷ এর জন্য শাসক দল ও ইমরান খানের দল একে অপরকে দায়ী করছে৷

গিলকে মঙ্গলবার আটক করা হয়েছে৷ বুধবার তাকে আদালতে হাজির করা হতে পারে বলে ডন পত্রিকা জানিয়েছে৷

গিলের আটককে ইমরান খান ‘অপহরণ’ বলে আখ্যায়িত করে টুইট করেছেন৷ টুইটে তিনি গিলের একজন সহকারীর বক্তব্য সম্বলিত ভিডিও প্রকাশ করেন৷ এতে গিলকে আটকের ঘটনা বর্ণনা করা হয়েছে৷ ঐ সহকারী তার গলায় আঘাতের চিহ্নও দেখিয়েছেন৷

এআরওয়াই চ্যানেলের উপ-প্রধান আমাদ ইউসাফ চ্যানেল বন্ধের সমালোচনা করে একে ‘অবৈধ ও হাস্যকর’ বলে আখ্যায়িত করেছেন৷ এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাবেন বলেও জানান তিনি৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)