1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে হামলার ভাইরাল ভিডিওটি ভুয়া

২৮ ফেব্রুয়ারি ২০১৯

পাকিস্তানের সম্ভাব্য জঙ্গি আস্তানায় ভারতীয় বিমানবাহিনীর হামলার একটি কথিত ভিডিও হেয়াটসঅ্যাপ, ফেসবুক এবং টুইটারে ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওটি আসলে একটি ভিডিও গেম থেকে তৈরি, ভারতীয় বিমান হামলার নয়৷

https://p.dw.com/p/3EEN8
ভারতের হামলায় পাকিস্তানের ক্ষতিগ্রস্ত এলাকার এই ছবিটি প্রকাশ করেছে পাকিস্তানের আইএসপিআরছবি: AFP/ISPR

ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবার ভোররাতে পাকিস্তানের মাটিতে জঙ্গি গোষ্ঠী ‘জৈশ-ই-মোহাম্মদ’ এর আস্তানায় হামলার খবরগোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য মানুষ সেই হামলা নিয়ে নানাধরনের মন্তব্য করেছেন৷

তবে নানামুখী মন্তব্যের সঙ্গে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যাতে দেখা যায় আকাশ থেকে একটি আস্তানায় একের পর এক মিসাইল ছোড়া হচ্ছে৷ একইসঙ্গে ভিডিওটিতে গুলি করতেও দেখা যায়৷ ভারতের ‘ইন্ডিয়া টুডে’ সংবাদপত্র অনুসন্ধান করে দেখেছে, ভাইরাল হওয়া ভিডিওটির সঙ্গে ভারতীয় বিমানবাহিনীর মঙ্গলবারের হামলার আসলে কোনো সম্পর্কই নেই৷

বরং ভিডিওটি ‘আর্মা ২’ নামের একটি ভিডিও গেম থেকে তৈরি করা হয়েছে৷ এটি কয়েকবছর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়েছিল৷ সুযোগ বুঝে কেউ একজন ভিডিওটিকে মঙ্গলবারের হামলার ভিডিও বলে সামাজিক মাধ্যমে প্রকাশ করলে সেটি দ্রুতই ভাইরাল হয়ে যায়৷

এআই/জেডএইচ