1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজপাকিস্তান

পাকিস্তানে নিষিদ্ধ ট্রান্সজেন্ডার প্রেমের ছবি

১৫ নভেম্বর ২০২২

ছবিটি পাকিস্তানের একমাত্র অস্কার এন্ট্রি। কিন্তু ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ছবিটি দেশের সিনেমা হলে দেখানো বন্ধ করা হয়েছে।

https://p.dw.com/p/4JWeU
পাকিস্তানের ছবি জয়ল্যান্ড
ছবি: caps/Khoosat Films/AP Photo/picture alliance

জয়ল্যান্ড এক প্রেমের গল্প। যেখানে মধ্যবিত্ত এক বিবাহিত পুরুষ প্রেমে পড়ে যায় এক ট্রান্সজেন্ডার নারীর। ছবিটি গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। পাকিস্তানের একমাত্র ছবি হিসেবে অস্কারে মনোনীত হয়েছে। টরেন্টো ফিল্ম উৎসবে দেখানো হয়েছে। জিতে নিয়েছে কুয়ার পাম পুরস্কার। কান চলচ্চিত্র উৎসবে যে পুরস্কার এলজিবিটিকিউ আন্দোলনের সঙ্গে জড়িত ছবিকে দেওয়া হয়।

পাকিস্তানের এক অধিকারকর্মীর লিঙ্গ রুপান্তরের কাহিনি

ছবিটি সোমবার থেকে পাকিস্তানের বিভিন্ন প্রেক্ষাগৃহেও দেখানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা বাতিল হয়েছে। পাকিস্তান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ছবিটি প্রথমে দেশের সেন্সার বোর্ড হলে মুক্তির ছাড়পত্র দিয়েছিল। কিন্তু একাধিক ধর্মীয় দল এবং সম্প্রদায় আপত্তি জানায়। তাদের বক্তব্য, এই ছবি ইসলামের পরিপন্থী। এই ছবি দেখালে ধর্মের অবমাননা হবে। মানুষ ভুল পথে চালিত হবে। ধর্মীয় চাপ তৈরি হওয়ার পর প্রশাসন তাদের মত পরিবর্তন করে। তারা ছবিটি দেখানোর ছাড়পত্র ফিরিয়ে নেয়। ফলে ছবিটি প্রেক্ষাগৃহ থেকে তুলে নেওয়া হয়।

সাইম সাদিকের তৈরি এই ছবিতে দেখানো হয়েছে, এক বিবাহিত মধ্যবিত্ত ব্যক্তি একটি ইরোটিক থিয়েটারে যোগ দেয় এবং এক ট্রান্সজেন্ডারের প্রেমে পড়ে যায়। সেই প্রেম নিয়েই এগোতে থাকে গল্প।

২০১৮ সালে পাকিস্তানের পার্লামেন্ট সমকামীদের নিয়ে কিছু আইন প্রস্তাব করেছিল। সমকাম স্বীকার করে নেওয়া হয়েছিল সেখানে। কিন্তু পরবর্তীকালে পাকিস্তানের ধর্মীয় দলগুলি ওই আইন বাতিল করার জন্য চাপ দিতে থাকে। পাকিস্তানের একটি ধর্মীয় রাজনৈতিক দলের প্রতিনিধি সেনেটর মুস্তাক আহমেদ খান টুইটে লিখেছেন, ''ইসলামবিরোধী কোনো কিছুই হতে দেওয়া উচিত নয়।'' ছবিটি নিষিদ্ধ হওয়ায় তিনি খুশি। উল্লেখ্য, সমকামীতা এখনো পাকিস্তানে আইনত মেনে নেওয়া হয় না। বিষয়টিকে অপরাধ বলে চিহ্নিত করা হয়। সম্প্রতি সমকামীদের এক অনুষ্ঠান নিয়েও বিস্তর সমস্যা হয়ে পাকিস্তানে। তবে জয়ল্যান্ড নিয়ে বিতর্ক আন্তর্জাতিক মহলে সাড়া ফেলে দিয়েছে।

এসজি/জিএইচ (এপি, ডিপিএ)