1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাকিস্তানে ক্রিকেট খেলবে আফগানিস্তান

৭ সেপ্টেম্বর ২০১০

আফগানিস্তানের খেলোয়াড়রা পাকিস্তানে ক্রিকেট খেলতে প্রস্তুত৷ আর এই কথা বলেছেন আফগানিস্তানের পেসম্যান খালিদ দাদ নুরি৷

https://p.dw.com/p/P5wD
Afghanistan, cricket, Kabul, পাকিস্তান, ক্রিকেট, আফগানিস্তান
ক্রিকেটে সাম্প্রতিক সাফল্যের পর আফগান খেলোয়াড়দের নিয়ে উল্লসিত জনতাছবি: AP

পাকিস্তানে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে নিরাপত্তাজনিত আতঙ্কে বেশিরভাগ দলই যখন দেশটিতে খেলা বন্ধ করে দিয়েছে, ঠিক তখনই নুরি বললেন, পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে আফগানিস্তান প্রস্তুত৷

করাচিতে সোমবার অনুষ্ঠিত একটি ক্লাব পর্যায়ের যুব ক্রিকেটে আফগানিস্তান দলের নেতৃত্ব দেন নুরি৷ এই সফর পাকিস্তানে পুনরায় ক্রিকেট শুরু করতে সহায়তা করবে বলে তিনি আশা প্রকাশ করেন৷ তিনি বলেন, ক্লাব পর্যায়ের এই খেলায় অংশগ্রহণ আমাদের দিক থেকে একটি ছোট পদক্ষেপ৷ নুরি বলেন, যুব দলের এই ৭ সদস্য ‘ওয়ার্ল্ড টোয়েন্টি টোয়েন্টি'তে খেলার জন্যে সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ এবং স্কটল্যান্ড সফর করেছেন৷

গত বছরের মার্চে লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর হামলার পর থেকে আন্তর্জাতিক দলের জন্যে পাকিস্তান পরিণত হয়েছে, ‘নো গো' জোনে৷ ঐ হামলায় ৮ জন নিহত হন, আহত হন শ্রীলঙ্কা দলের সহযোগী কোচ এবং ৭ জন খেলোয়াড়৷ আর এরপরই নিরাপত্তা আতঙ্কে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট অনুষ্ঠানের সব আশা ব্যর্থতায় পর্যবসিত হয়৷

আর ঐ হামলার পর, আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ ২০১১ সালের ওয়ার্ল্ড কাপ ম্যাচের আয়োজক দেশের তালিকা থেকে পাকিস্তানের নাম বাদ দেয় এবং পাকিস্তানের সিরিজ খেলাগুলো সংযুক্ত আরব আমিরাত, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডে ম্যাচ আয়োজন করতে পাকিস্তানকে বাধ্য করে৷

এদিকে সোমবার অনুষ্ঠিত ঐ খেলায় পাকিস্তানকে ৬১ রানে হারিয়েছে আফগানিস্তান৷ নুরি বলেন, ‘‘পাকিস্তানে খেলা সবসময়ই একটা দারুণ ব্যাপার এবং এই ক্রিকেটপ্রেমী দেশটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফিরে আসবে বলে আমি সত্যিই আশা করি৷'' একই সঙ্গে নুরি বলেন, পাকিস্তানের সঙ্গে খেলায় জিতে আফগানিস্তান প্রমাণ করেছে যে তারা ভালো খেলে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন