1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্ষেপণাস্ত্র পরীক্ষা

২৫ এপ্রিল ২০১২

ভারতের পর এবার পাকিস্তান সফলভাবে মাঝারিপাল্লার একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল৷ দেশটির সামরিক বাহিনীর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে৷

https://p.dw.com/p/14kf0
ছবি: Picture-Alliance/dpa

বিস্তারিত
সামরিক বাহিনীর ঐ বিবৃতিতে বলা হয়েছে, বুধবার সকালে ভারত মহাসাগরে ‘শাহিন ওয়ান-এ' নামের ঐ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়৷ কিন্তু সেটি কত দূর পর্যন্ত আঘাত হানতে সক্ষম, সেটা জানানো হয়নি৷ তবে পাকিস্তান সেনাবাহিনীর সাবেক এক জেনারেল তালাত মাসুদ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্ভবত এটি আড়াই থেকে তিন হাজার কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারবে৷ মাসুদের কথা যদি সত্য হয় তাহলে বলা যায়, পুরো ভারতই এই ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসলো৷

জবাব?
মাত্র কদিন আগে ভারত ‘অগ্নি ৫' নামের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়৷ তার জবাবেই পাকিস্তানের এই উৎক্ষেপণ হতে পারে৷ কেননা এর আগেও এমনটা দেখা গেছে৷ বিশ্লেষকরা বলছেন, ১৯৪৭ সালের পর থেকে প্রতিবেশী এই দেশ দুটো নিজেদের মধ্যে তিনবার যুদ্ধে লিপ্ত হয়েছে৷ এছাড়া বিভিন্ন কারণেই দেশ দুটোর মধ্যে সবসময় একটা উত্তেজনার পরিবেশ বিরাজ করে৷ তবে সাম্প্রতিককালে তাদের মধ্যে সম্পর্কোন্নয়নের চেষ্টা করা হচ্ছে৷ এ লক্ষ্যে বাণিজ্য বাড়ানোরও কথাবার্তা হচ্ছে৷ কিন্তু ভারতের পর পাকিস্তানের এই পরীক্ষা এটাই প্রমাণ করছে যে, তাদের সম্পর্ক এখনো স্বাভাবিক নয়৷ আসলে আজকের পরীক্ষার মাধ্যমে পাকিস্তান পরমাণু শক্তি হিসেবে নিজেদের যোগ্যতার প্রমাণ দেখাতে চেয়েছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক৷

কিন্তু ভারত ‘অগ্নি ৫’ নামের যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে সেটা তো ছিল দূরপাল্লার৷ পাঁচ হাজার কিলোমিটারেরও বেশি দূরে সেটি আঘাত হানতে সক্ষম৷ তার মানে চীন থেকে শুরু করে পূর্ব ইউরোপ, অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছতে সক্ষম অগ্নি৷ অর্থাৎ ভারতের লক্ষ্য শুধুমাত্র পাকিস্তান নয়৷ যদিও পাকিস্তানের ক্ষেপণাস্ত্র সম্পর্কে যতটুকু খবর পাওয়া যায় তাতে মনে হয়, এখনো ভারতই তাদের প্রধান লক্ষ্য৷

সাম্প্রতিক পরীক্ষা
বু‌ধবারের আগে গতমাসে ‘আবদালি' নামে স্বল্প দূরত্বে আঘাত আনতে সক্ষম আরেকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান৷ তারও আগে ২০০৮ সালের এপ্রিলে ‘শাহিন দুই' নামের একটি মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়, যেটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে৷

প্রতিবেদন: জাহিদুল হক, (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য