1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়’

৩ জুলাই ২০১৯

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একটি সাক্ষাৎকার নেন সাংবাদিক হামিদ মীর৷ সেই সাক্ষাৎকার শুরু হবার কিছুক্ষণের মধ্যেই বন্ধ করে দেওয়া হয় প্রচার৷

https://p.dw.com/p/3LVEl
Hamid Mir Pakistan
ছবি: privat

সোমবার পাকিস্তানের ‘জিও নিউজ‘ নামের একটি বেসরকারী টিভি চ্যানেলে সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির একটি সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল৷ সাক্ষাৎকারটি নিচ্ছিলেন সাংবাদিক হামিদ মীর৷

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিপিপি-র নেতা জারদারির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে৷ গতমাসে গ্রেপ্তারও করা হয় তাকে৷ তবে এখন তিনি বিশেষ জামিনে মুক্ত৷ সংসদের বাজেটপর্বে যোগ দিতে গেলে সংসদভবনের ভেতরেই তার সাক্ষাৎকার নিচ্ছিলেন আসিফ আলি জারদারি৷

পাকিস্তানের আইন অনুযায়ী, জামিনে থাকা রাজনীতিকের সাক্ষাৎকার প্রচারে কোনো বাধা নেই৷

কিন্তু এই সাক্ষাৎকারটির প্রচার শুরুর কিছুক্ষণের মধ্যেই তা বন্ধ করে দেওয়া হয়৷ পরে সেই চ্যানেলের পক্ষে জানানো হয় যে, সাক্ষাৎকারটি আর দেখানো হবে না৷

কিন্তু কী এমন ছিল সেই সাক্ষাৎকারে যার কারণে সম্প্রচার বন্ধ করে দেয়া হলো?

বেফাঁস জারদারি, ক্ষমাপ্রার্থী মীর

হামিদ মীরের সাথে আলোচনায় সেই সাক্ষাৎকারে জারদারি বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের বিভিন্ন আইনবহির্ভূত কার্যকলাপ নিয়ে চলমান একটি তদন্তের বিষয়ে কথা বলছিলেন৷ কিন্তু তখনই বন্ধ করে দেওয়া হয় সেই অনুষ্ঠান৷

পরে এ বিষয়ে একের পর এক টুইট করে তাঁর বিরক্তি ও পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তোলেন হামিদ মীর৷ এক জায়গায় তিনি বলেন, ‘‘কারা এই অনুষ্ঠানের প্রচার বন্ধ করেছেন তা বোঝা খুবই সহজ৷ এটুকুই বলব যে, পাকিস্তান এখন আর স্বাধীন দেশ নয়৷''

ইতিমধ্যে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)-র চেয়ারম্যান বিলাওয়াল আলি ভুট্টো টুইটে বলেন, ‘‘কোনো কোনো সরকার শুধু কিছু বিশেষ ধরনের মন্তব্যই শুনতে পছন্দ করে৷ বর্তমান পাকিস্তানের সাথে মুশাররাফ বা জিয়ার আমলের পাকিস্তানের কোনো পার্থক্যই নেই৷'

বিভিন্ন আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ইতিমধ্যে এই ঘটনার নিন্দা করেছে৷ পরে হামিদ মীর আরেকটি টুইটে অনুষ্ঠান বন্ধের জন্য তাঁর দর্শকদের কাছে ক্ষমা চেয়ে বলেছেন পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে৷

এসএস/এসিবি (এএফপি, ডন)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য