1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পাইলট ‘অসুস্থ’ হওয়ায় বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

২৭ আগস্ট ২০২১

মাস্কাট থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকায় ফেরার পথে পাইলট হঠাৎ ‘অসুস্থ হয়ে পড়ায়’ বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করেছে৷

https://p.dw.com/p/3zZGh
ফাইল ছবিছবি: picture alliance/Asian News Network

বিমানের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার শুক্রবার সকালে এ ঘটনা ঘটেছে বলে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান৷ তিনি বলেন, ওই ফ্লাইটে ১২৪ জন যাত্রী ছিলেন৷ তাদের ঢাকায় ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে৷

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২২ ওমানের স্থানীয় সময় শুক্রবার ভোরে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়৷ ভারতের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ফ্লাইটটি নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করে৷

হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, আকাশে থাকা অবস্থায় পাইলট হৃদরোগে আক্রান্ত হলে তার সহকারী জরুরি ভিত্তিতে কলকাতা এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করলে বিমানটি নাগপুর বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়৷

৪৫ বছরের বেশি বয়সি ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ওই ফ্লাইটের পাইলট ছিলেন বলে জানান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশন (বাপা) সভাপতি মাহবুবুর রহমান৷

তিনি বলেন, “ভারতের নাগপুরে নামার পর ক্যাপ্টেন নওশাদের এনজিওগ্রাম হয়েছে৷ তিনি এখন ঝুঁকিমুক্ত রয়েছেন, আমরা সার্বক্ষণিক তার স্বাস্থ্যের খোঁজ-খবর রাখছি৷’’

তবে ক্যাপ্টেন নওশাদের ‘হার্ট অ্যাটাক’ হয়েছিল কি না, সে ব্যাপারে নিশ্চিত করেননি বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোস্তফা কামাল৷ 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাইলট অসুস্থ বোধ করায় ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে৷ যাত্রীরা টার্মিনালে রয়েছেন, তাদের বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে এবং  তারা বিষয়টি সহানুভূতির দৃষ্টিতে দেখছেন৷’’

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য