1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের প্রখ্যাত দাদা বৌদি বিরিয়ানি

নন্দিনী বন্দ্যোপাধ্যায় কলকাতা
৭ ডিসেম্বর ২০২২

প্রাক-স্বাধীনতা আমলে রামপ্রসাদ সাহা ও জানকীদেবী সাহা কলকাতা শহরের রাস্তার ধারে শুরু করেছিলেন ডাল-ভাত-পরোটা-সবজির ছোট্ট দোকান ‘জনতা হিন্দু হোটেল’৷ পরবর্তীতে ব্যারাকপুরে তাদের পুত্র ও পুত্রবধূ ধীরেন সাহা ও সন্ধ্যারাণী সাহা শুরু করেন টিনের চাল-ঘেরা দাদা বৌদির হোটেল৷

https://p.dw.com/p/4KaNv

আজ থেকে প্রায় চল্লিশ বছর আগে সেই হোটেলে ধীরেন সাহার পুত্র সঞ্জীব সাহা ও তার বন্ধু কলিম খান প্রথম বিরিয়ানির ব্যবসা শুরু করেন দৈনিক তিন কেজি বিরিয়ানি দিয়ে৷ আজ দাদা বৌদি বিরিয়ানির খ্যাতি গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে গেছে৷ তিনটি শাখায় বর্তমানে কাজ করেন প্রায় তিনশ জন৷ শুধু বিরিয়ানি তৈরির জন্যই আছেন সত্তর জন৷ 

আগামীতে দাদা বৌদি বিরিয়ানির বিক্রয়ভবনটি হবে সাততলার৷ তিনটি তলা মিলিয়ে বিরিয়ানি খাওয়ার ব্যবস্থা থাকবে একসঙ্গে হাজার জনের৷ বাকি তলাগুলিতে থাকবে মাল্টিকুইজিন রেস্তোরাঁ, কফিশপ, এবং বেকারিও৷ বর্তমানে দোকানগুলির দায়িত্ব সামলাচ্ছেন ধীরেন বাবুর দুই পুত্র সঞ্জীব ও রাজীব সাহা৷