1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের তরুণদের আগ্রহ

১৫ অক্টোবর ২০১২

গুরুর মতো সুলগ্না রায়েরও নাচ শেখা শুরু খুব কম বয়সে৷ ‘টিন-এজ‘-এর গণ্ডি পেরোনোর আগে দেশের বাইরে নিজের প্রতিভা দেখিয়েছেন বেশ কয়েকবার৷ ডয়চে ভেলেকে পশ্চিমবঙ্গে নাচের অবস্থা জানালেন তিনি৷

https://p.dw.com/p/16Ptg
Sulagna Roy has been learning and practising Odissi in Guru Kelucharan Mahapatra gharana from .Dona Ganguly since the age of 4. She started performing with Mrs. Dona Ganguly from the age of 13.She has discharged her quality performance in dancing to the satisfaction of the spectators all over India as well as in countries like China, Singapore and Bangladesh.
ছবি: privat

ডোনা গাঙ্গুলির ছাত্রী তিনি৷ সেই ছোটবেলা থেকে নাচ শিখছেন তাঁর কাছে৷ ডোনা যেমন ৩ বছর বয়সে নুপূরের সঙ্গে মিতালি করেছিলেন, সুলগ্না রায়ও সেরকম৷ ডোনা গাঙ্গুলির ‘দীক্ষা মঞ্জরি'তে দীক্ষা নিচ্ছেন শৈশব থেকে৷ স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে নাচার বিরল সৌভাগ্য হয়েছিল তাঁর৷ বিরল বলতেই হচ্ছে, কারণ, সেই অনুষ্ঠানে দর্শকের কাতারে ছিলেন লতা মঙ্গেশকর, হরিহরণ, ঊষা উত্থুপের মতো ব্যক্তিত্বরা৷ এখন ভারতের এ রাজ্য ও রাজ্য তো বটেই, দীক্ষা মঞ্জরির গ্রুপের সঙ্গে দেশের বাইরের অনুষ্ঠানেও অংশ নেন সুলগ্না৷ লেখাপড়া চলছে, সঙ্গে এগোচ্ছে বড় নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নও৷ ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারেও সে কথা বলেছেন সুশ্রী সুলগ্না৷

Sulagna Roy has been learning and practising Odissi in Guru Kelucharan Mahapatra gharana from .Dona Ganguly since the age of 4. She started performing with Mrs. Dona Ganguly from the age of 13.She has discharged her quality performance in dancing to the satisfaction of the spectators all over India as well as in countries like China, Singapore and Bangladesh.
সুলগ্না রায়ছবি: privat

চার বছর বয়সে লতাজীর সামনে নাচ পরিবেশনের পর থেকে দেখতে দেখতে পেরিয়ে গেছে চৌদ্দটি বছর৷ ডোনা গাঙ্গুলির হাত ধরে ধরে নাচের মঞ্চে শৈশব পেরিয়েছেন৷ নতুন প্রজন্মের এই প্রতিনিধির কাছেও তাই পশ্চিমবঙ্গে নাচের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাওয়া৷ অনেক জায়গাতেই সুলগ্নার কথা তাঁর দীক্ষাগুরুর মতো৷ তাঁরও মনে হয়, পশ্চিমবঙ্গে নৃত্যশিল্পীরা আরো সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছেন৷ নাচকে পেশা হিসেবে নেয়ার সুযোগ আগের চেয়ে অনেক বেশি৷ তরুণরা সুযোগটা নিচ্ছেন৷ চর্চা বাড়ছে নাচের৷ বাড়ছে পসার৷ হালে যে রিয়্যালিটি শো-র মারকাটারি বাজার, তাতে শুধু দোষ দেখছেন না সুলগ্না৷ কেউ কেউ সহজে খ্যাতি পেয়ে পরে আর সেই তালে এগোতে না পেরে হতাশায় ডোবেন - এটা জানেন, তাই বলে, রিয়্যালিটি শো যে শিল্পীদের চলার পথ সহজ করে দিচ্ছে তা মানবেন না! মানেন৷ সহজে খ্যাতি কুড়ানোর পথকে খারাপ না বললেও সুলগ্না অবশ্য সাধনার দীর্ঘ, বন্ধুর পথেরই পথিক৷ সেই পথেই যে মেলে অপার্থিব আনন্দ৷ সে আনন্দ পাচছেনও সুলগ্না৷

সাক্ষাৎকার : আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা : রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য