1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গের কৃষকরা প্রথমবার কেন্দ্রীয় অর্থ পেলেন

১৪ মে ২০২১

পশ্চিমবঙ্গের সাত লাখ কৃষক প্রথমবার কৃষক সম্মান নিধির অর্থ পেলেন। তাদের অ্যাকাউন্টে দুই হাজার টাকা জমা পড়ল।

https://p.dw.com/p/3tNZv
প্রতীকী ছবি।ছবি: AP

এর আগে মোট সাতটি কিস্তিতে দেশের কৃষকরা মোদী সরকারের কছ থেকে দুই হাজার করে টাকা পেয়েছেন। এবার অষ্টম কিস্তিতেও পেলেন। তবে এই প্রথমবার পশ্চিমবঙ্গের কৃষকরাও প্রধানমন্ত্রী মোদীর এই প্রকল্পের সুবিধা পেলেন। গত দুই বছর ধরে তারা এই অর্থ পাননি। বিজেপি-র অভিযোগ, রাজ্য সরকরের বিরোধিতার জন্যই রাজ্যের কৃষকরা বঞ্চিত হয়েছেন। ভোটের আগে এই বিষয়টি নিয়ে প্রচার চালিয়েছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ সময়ে টাকা পাওয়ার জন্য ঝাঁপিয়েছিলেন।

২০১৯-এর লোকসভা ভোটের কিছুদিন আগে থেকে প্রধানমন্ত্রী দেশের কৃষকদের জন্য এই প্রকল্প চালু করেন। চারমাস পরপর কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দুই হাজার টাকা চলে যায়।

প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, এবার দেশের সাড়ে নয় কোটি কৃষকের অ্যাকাউন্টে টাকা গেছে। মোট ১৯ হাজার কোটি টাকা কৃষকদের কাছে গেছে। 

২০২১-২২ অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় বাজেটে এই খাতে ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

কৃতিত্বের দাবিদার

পশ্চিমবঙ্গের কৃষকরা যে দুই হাজার টাকা পেলেন, তার কৃতিত্ব নিতে বিজেপি ও তৃণমূলের লড়াই শুরু হয়েছে। এমনিতে এটা পুরোপুরি কেন্দ্রীয় সরকারের প্রকল্প। এই প্রকল্পের পুরো টাকাটাই কেন্দ্র দেয়। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্প শুরু করেছেন। স্বাভাবিকভাবেই কৃষকদের কাছে অর্থ পৌঁছনোর কৃতিত্ব দাবি করেছে বিজেপি। তাদের অভিযোগ, গত দুই বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কৃষকরা এই প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন।

বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, ''গত দু'বছর ধরে বাংলার কৃষকরা এই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। এ বার ৭ লক্ষ কৃষক টাকা পাবেন। আরও অনেক কৃষক রয়েছেন। রাজ্য সরকার তাদের তালিকা পাঠালে তারাও টাকা পাবেন।''

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের চিঠি দিয়ে বলেছেন, এই প্রকল্পে যে সমস্ত কৃষকেরা আবেদন করেছিলেন আমরা তাদের প্রাপ্য টাকা আদায়ের জন্য দিল্লির কাছে আবেদন করেছিলাম। আপনাদের প্রাপ্য ছিল ১৮হাজার টাকা। কিন্তু পাচ্ছেন অনেক কম। এটুকুও পেতেন না যদি না আমরা আপনাদের হয়ে লড়াই করতাম। আপনাদের প্রাপ্য বকেয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব।

তৃণমূল নেতা সৌগত রায় বলেছেন, ''কেন্দ্রীয় সরকার এত দিন নানারকম টালবাহানা করে টাকা দিচ্ছিল না। এখন দিচ্ছে। ওই টাকা তো প্রধানমন্ত্রীর নয়। শেষ পর্যন্ত তো আমাদের সরকারই তালিকা তৈরি করে দিল এবং কৃষকরা টাকা পাচ্ছেন। খুবই ভালো কথা।''

প্রবীণ সাংবাদিক আশিস গুপ্তের প্রশ্ন, কৃষকরা কেন বকেয়া পেলেন না? ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ''প্রধানমন্ত্রী প্রচারে বলেছিলেন, পশ্চিমবঙ্গের কৃষকরা প্রথমেই ১৮ হাজার টাকা পাবেন। বিজেপি ক্ষমতায় এলে মন্ত্রিসভার প্রথম বৈঠকে সেই সিদ্ধান্ত নেবে। তা হলে বকেয়া অর্থ মিলিয়ে ১৮ হাজার টাকা না দিয়ে শুধু দুই হাজার টাকা দেয়া হলো কেন?''

জিএইচ/এসজি (পিটিআই, আনন্দবাজার)