1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিমবঙ্গে বিজেপির থানা ঘেরাও

২ জুলাই ২০২০

পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আক্রমণ হয়েছিল বুধবার। তারই জেরে বৃহস্পতিবার গোটা রাজ্যে থানা ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে।

https://p.dw.com/p/3efuL
ছবি: UNI

এর আগেও একাধিকবার তিনি আক্রান্ত হয়েছেন। বুধবার কলকাতার অদূরে নিউটাউনে ফের আক্রান্ত হন বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, শাসকদল তৃণমূল তাঁর গাড়ির কাচ ভেঙে দিয়েছে। তবে দিলীপবাবু শারীরিক ভাবে আক্রান্ত হননি। এরই প্রতিবাদে বৃহস্পতিবার রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিয়েছিল রাজ্য বিজেপি। বৃহস্পতিবার সকাল থেকে তাদের কর্মসূচি ঘিরে কোনও কোনও এলাকায় সামান্য অশান্তিও হয়েছে।

ঘটনার সূত্রপাত বুধবার সকালে। সদ্য ওই এলাকায় বাসা নিয়েছেন দিলীপবাবু। সকালে মর্নিংওয়াক করে একটি চা চক্রে যোগ দিতে গিয়েছিলেন স্থানীয় বাজারে। অভিযোগ, তিনি পৌঁছনোর আগেই শাসকদলের কর্মীরা এলাকায় হাঙ্গামা শুরু করে। তারই মধ্যে ঘটনাস্থলে পৌঁছন দিলীপবাবু। তিনি পৌঁছনো মাত্রই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ শুরু হয়। ডয়চে ভেলেকে দিলীপবাবু জানিয়েছেন, ''পশ্চিমবঙ্গে এ ঘটনা নতুন কিছু নয়। প্রতিদিনই আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। আমরাও এ বার তৈরি হয়ে মাঠে নামবো। আমাদের উপর আক্রমণ হলে পাল্টা জবাব দেওয়া হবে।''

সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি দাবি করেন, ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও তাঁকে ফোন করে খোঁজখবর নেন। দিলীপবাবু তাঁকে জানিয়েছেন, চিন্তা করার প্রয়োজন নেই। তিনি সুস্থ আছেন। রাজ্যে প্রতিদিনই এমন ঘটনা ঘটে।

দিলীপ ঘোষকেবল পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি নন, তিনি একজন সাসংদও বটে। বুধবার তাঁর উপর এই আক্রমণের জেরে বৃহস্পতিবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় থানা ঘেরাও কর্মসূচি শুরু করেছেন বিজেপি কর্মীরা। যা নিয়ে বেলার দিকে কোনও কোনও এলাকায় সামান্য উত্তেজনাও ছড়িয়েছে।

তৃণমূল অবশ্য সরাসরি এ বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি। এলাকার এক তৃণমূল নেতার বক্তব্য, ''আমাদের কর্মীরা গণতান্ত্রিক ভাবে বিক্ষোভ দেখিয়েছে। কিন্তু ভাঙচুরের ঘটনার সঙ্গে কেউ যুক্ত নন।''

বিজেপি এখন রাজ্যের মূল বিরোধী দল। কংগ্রেস এবং সিপিএমও বিরোধী গোষ্ঠী। দু'টি দলই জানিয়েছে, পশ্চিমবঙ্গে বিরোধীদের কোনও কর্মসূচি নিতে দেওয়া হয় না। রাজ্যে ফ্যাসিস্ট সরকার চলছে। বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুও ডয়চে ভেলেকে জানিয়েছেন, ''রাজ্যে একটি ফ্যাসিস্ট সরকার চলছে।'' তবে সিপিএমের বক্তব্য, বিজেপিও ধোয়া তুলসি পাতা নয়। রাজ্যে মমতার সরকার যা করছে, কেন্দ্রে মোদীর সরকারও ঠিক সেই কাজই করছে। কেউ কারও চেয়ে কম যায় না।

এসজি/জিএইচ (পিটিআই)