1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধ ঘোষণা রাশিয়ার

৩ সেপ্টেম্বর ২০২২

নর্ড স্ট্রিম ১ পাইলাইন দিয়ে পশ্চিম ইউরোপে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধের ঘোষণা দিয়েছে রাশিয়া৷ কারগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার জ্বালানি সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রোম৷

https://p.dw.com/p/4GNz1
Russland | Tankstelle in St. Petersburg
ছবি: Maksim Konstantinov/Russian Look/picture alliance

তবে কবে নাগাদ গ্যাস সরবরাহ আবার চালু করা হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি৷  

গ্যাসপ্রোম জানায়, পাইপলাইনের যান্ত্রিক ত্রুটি অর্থাৎ ছিদ্র ধরা পরার কারণে শনিবার থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে৷ পুরোপুরি ত্রুটি না সারিয়ে তোলা পর্যন্ত গ্যাস সরবরাহ চালু করা হবে না বলে জানানো হয়৷   

রাশিয়া জানায়, দেশটির সেন্ট পিটার্সবুর্গের নিকটে পাইপলাইনের পোরতোভায়া কম্প্রেশার স্টেশনের মূল টারবাইনে ছিদ্র ধরা পড়েছে৷ টেলিগ্রামে বাদামি রংয়ের তরলে ঢাকা একটি তারের ছবি প্রকাশ করে সংস্থাটি জানায়, পাইপলাইনে ছিদ্রজনিত ত্রুটির কারণে এমন পরিস্থিতি হয়েছে৷

তার আগে গত ১৯ আগস্ট নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে নর্ড স্ট্রিম ১ পাইপলাইন দিয়ে ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানায় রাশিয়া৷ গত বুধবার সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, রক্ষণাবেক্ষণের প্রয়োজনে গ্যাস সরবরাহ তিনদিন বন্ধ থাকবে৷   

তবে রাশিয়া অবশ্য পাপলাইনের রক্ষণাবেক্ষণ দীর্ঘায়িত হওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাতে দায়ী করে৷

এরপর রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হলে মেরামতের জন্য ২০ টন ওজনের একটি টারবাইন ক্যানাডায় পাঠায় রাশিয়া৷

তকে ক্যানাডার মেরামতকারী প্রতিষ্ঠান জানায়, এমন ছিদ্র টারবাইনের কর্মক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করবে না৷ আর এমন সমস্যার সমাধান স্টেশন থেকেই করা যায়৷ 

Karte Infografik Nord Stream 1 und 2 EN

আর জার্মানির পক্ষ থেকে অভিযোগ করা হয়, নর্ড স্ট্রিম ১ পাইপলাইন সচল রাখতে পোরতোভায়া স্টেশনে যথেষ্ট টারবাইন মজুদ আছে৷  

জার্মানি যা বলছে

নর্ড স্ট্রিম ১ পাইপলাইনটি রাশিয়া এবং জার্মানির মধ্যে সরাসরি গ্যাস সরবরাহের একটি লাইন৷ এই লাইন থেকে আসা গ্যাস জার্মানির ভেতরে ছাড়াই ইউরোপের বিভিন্ন দেশে সরবরাহ করা হয়৷ মস্কো গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণার জবাবে জার্মান রাজনীতিবিদরা বলছেন, তারা জ্বালানির জন্য রাশিয়ার উপর নির্ভরশীলতা ক্রমশ কমিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন৷  

জার্মানির নেটওয়ার্ক রেগুলেটরি এজেন্সির প্রধান ক্লাউস মুলার বলেন, ‘‘এই মুহূর্তে এলএনজি টার্মিনালগুলো, দেশে কী পরিমাণ ঘাটতি রয়েছে এবং মজুদ রয়েছে সে বিষয়গুলো গুরুত্বপূর্ণ৷''

এদিকে, দেশটির অর্থনীত বিষয়ক মন্ত্রী রোব্যার্ট হাবেকের একজন মুখপাত্র জানান, রাশিয়ার উপর জ্বালানি নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা করছে জার্মানি৷

‘‘গত কয়েক সপ্তাহ ধরেই আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া নির্ভরযোগ্য নয়৷ তাই আমরা রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে আনার চেষ্টা চালিয়ে গেছি৷’’

জার্মানি অবশ্য বরাবরই রাশিয়ার বিরুদ্ধে গ্যাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ করে আসছে৷

গত মাসে হাবেক বলেন, ‘‘আমরা তোমাদের সাথে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছি- এই কথা বলার সাহসও রাশিয়ার নেই৷’’

 আরআর/এআই (এএফপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান