1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পর্দায় আবার আসছেন চে

১২ অক্টোবর ২০১০

চে গেভারা – নামটা শুনলে অনেকেরই মনে রোমাঞ্চ জাগে৷ কিউবা সহ ল্যাটিন অ্যামেরিকায় এই বিপ্লবী নেতার প্রভাব আজও মলিন হয় নি৷ বিশ্বের অনেক প্রান্তে তাঁর নাম আজও প্রেরণা যোগায়৷

https://p.dw.com/p/PcTQ
বিপ্লবি চে গেভারাছবি: AP

মৃত্যুর প্রায় ৪৩ বছর পর আজও অমর হয়ে রয়েছেন চে৷ তাঁকে নিয়ে চর্চার শেষ নেই৷ লেখা হয়েছে অসংখ্য বই, তৈরি হয়েছে চলচ্চিত্র৷ কিন্তু তার পরেও ক্ষুধা মেটে না৷ তাঁকে ঘিরে নিত্যনতুন যেসব তথ্য বেরিয়ে আসছে, তাও কোনো না কোনো রূপে মানুষের কাছে পৌঁছে যায়৷ এবারেও তাই ঘটেছে৷ তাঁকে নিয়ে তৈরি হয়েছে নতুন এক তথ্যচিত্র৷

Che Guevara Flash-Galerie
বিশ্বের প্রেরণা চেছবি: picture-alliance/ dpa

‘চে – উন অম্ব্রে নুয়েভো' – অর্থাৎ নতুন এক মানুষ হিসেবে চে'কে তুলে ধরা হয়েছে৷ কী আছে নতুন এই তথ্যচিত্রে? রয়েছে চে'র নিজের কণ্ঠে কবিতার আবৃত্তি৷ কঙ্গোয় যাবার আগে মায়ের কাছে বিদায় নিয়েছেন কবিতা শুনিয়ে৷ চে'র ছেলে কামিলো অবশ্য সেসব দিনের কথা মনে করতে পারেন না৷ তখন তাঁর বয়স ছিল ৩৷

চলচ্চিত্র পরিচালক ত্রিস্টান বাউয়ার দীর্ঘ ১২ বছর ধরে ল্যাটিন অ্যামেরিকার বিভিন্ন দেশ ঘুরে চে সম্পর্কে অনেক নতুন তথ্য ও নথিপত্র সংগ্রহ করেছেন৷ বলিভিয়ার প্রেসিডেন্ট এবো মরালেস ২০০৮ সালে অনেক সরকারি নথিপত্র গোপনীয়তার বেড়াজাল থেকে উদ্ধার করে প্রকাশ করেন৷ তার ফলেও চে সম্পর্কে অনেক নতুন তথ্য জানা গেছে৷ ফিদেল কাস্ত্রোকে লেখা শেষ চিঠিও পাওয়া গেছে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন
সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক