1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পরিবেশকর্মীকে ফাঁসাতে ‘বোমা মারার মামলা’ সাজানোর অভিযোগ

সমীর কুমার দে ঢাকা
৩০ জানুয়ারি ২০২১

বাংলাদেশের এক পরিবেশকর্মীকে ফাঁসাতে থানায় ‘বোমা মারার মিথ্যা মামলায়’ জড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে৷ ক্ষমতাসীন দলের এক এমপির এ সংক্রান্ত কথিত ফোনালাপ ফাঁস হওয়ার পর নিরাপত্তা চেয়ে জিডি করেছেন যশোরের সেই কর্মী৷

https://p.dw.com/p/3ocNv
‘মেসার্স সুপার ব্রিকস’ নামের এই ইটভাটাটি গত বছর অপসারণ করে যশোরের প্রশাসন৷ছবি: DW

যশোর-৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদারের সঙ্গে কেশবপুর থানার ওসি জসিম উদ্দিনের একটি কথিত অডিও কথোপকথন ফাঁস হয়েছে৷ সেখানে এমপিকে থানায় বোমা মেরে একজনকে ফাঁসানোর নির্দেশ দিতে শোনা যায়৷ কথোপকথনটির বিষয়ে জানতে এমপির মোবাইলে যোগাযোগ করা হলে তার মালিকানাধীন হোটেলের পরিচালক পরিচয় দেয়া মো. শাকিল ফোন ধরেন৷ তিনি অডিওটি টেম্পার করা বলে দাবি করেন৷

অন্যদিকে, কেশবপুর থানার ওসি জসিম উদ্দিন সাংবাদিকদের কাছে দাবি করেছেন এই বিষয়ে তার কিছু মনে নেই৷ অডিওতে শেখ সাইফুল্লাহ নামে যে পরিবেশকর্মীকে ফাঁসানোর নির্দেশ দিয়েছেন তিনি বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) একজন নেটওয়ার্ক সদস্য৷ কিছুদিন আগে স্থানীয় একটি ইটভাটা উচ্ছেদের ঘটনায় আলোচনায় আসেন তিনি৷ বেলার আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ইটভাটাটি উচ্ছেদ করে প্রশাসন৷

ঢাকার কয়েকটি গণমাধ্যমে শুক্রবার ওসি জসিম উদ্দিনের সঙ্গে এমপি শাহীন চাকলাদারের কথোপকথোনের কথিত অডিওটি নিয়ে সংবাদ প্রকাশ করা হয়৷ দুই মিনিট ৫৬ সেকেন্ডের ওই অডিও ক্লিপটি ডয়চে ভেলের হাতেও এসেছে৷ তবে সেটি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি৷

‘আমাকে অনেকদিন ধরেই হুমকি-ধামকি দেওয়া হচ্ছে’

ঘটনার অনুসন্ধানে জানা গেছে, যশোরের কেশবপুর উপজেলার উত্তর সাতবাড়িয়া গ্রামের মধ্যেই দুই বছর আগে ‘মেসার্স সুপার ব্রিকস’ নামের ইটভাটা তৈরি হয়৷ সেসময় গ্রামের মধ্যে এই ইটভাটা তৈরির বিরোধিতা করে গ্রামবাসী বিভিন্ন জায়গায় লিখিত আবেদন করেন৷ এই আবেদনকারীদের একজন শেখ সাইফুল্লাহ৷ ২০১৮ সালে বেলার পক্ষ থেকে উচ্চ আদালতে ইটভাটার বিরুদ্ধে রিট করা হয়৷ আদালত ইটভাটার কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে ছয় মাসের স্থগিতাদেশ দেন৷

সর্বশেষ উচ্চ আদালতের নির্দেশে গত ডিসেম্বরে ইটভাটাটি গুড়িয়ে দেয় প্রশাসন৷ এই বিষয়ে জানতে চাইলে শেখ সাইফুল্লাহ ডয়চে ভেলেকে বলেন, ‘‘শুধু আমি একা নই, গ্রামের অনেক মানুষই এই আবেদন করেছে৷ এটা নিয়ে আমাকে অনেকদিন ধরেই হুমকি-ধামকি দেওয়া হচ্ছে৷ আমি কেশবপুর থানায় একাধিক জিডিও করেছি৷ কিন্তু সর্বশেষ গত ডিসেম্বর থেকেই স্থানীয় এমপি শাহীন চাকলাদারের লোকজন আমাকে ভয়ভীতি দেখাচ্ছে৷ আমাকে ডেকে নিয়েও হুমকি দিয়েছে৷ এখন আমি প্রাণভয়ে আছি৷ তবে আমি সত্যের পক্ষে আছি, সত্যের জয় হয়ই৷’’

অডিওটি ফাঁস হওয়ার পর জীবনের নিরাপত্তা চেয়ে শনিবার কেশবপুর থানায় আরেকটি সাধারণ ডায়েরি করেছেন শেখ সাইফুল্লাহ৷

ওসিকে থানায় বোমা মারার অডিও আলাপ নিয়ে জানতে শাহীন চাকলাদারের মোবাইলে ফোন করা হয়৷ তবে, ফোনটি ধরেন মো. শাকিল হোসেন নামে একজন৷ তিনি নিজেকে প্রকৌশলী দাবি করে বলেন, শাহীন চাকলাদারের সঙ্গেই তিনি থাকেন৷ পাশাপাশি তিনি শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির হোটেল ইন্টারন্যাশনালের টেকনিক্যাল ডিরেক্টর৷ ফোনালাপের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘‘এটা কেউ টেম্পারিং করে বানিয়েছে৷’’

সৈয়দা রিজওয়ানা হাসান

কথোপকথনের বিষয়ে জানতে কেশবপুর থানার ওসি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকেও পাওয়া যায়নি৷ তবে স্থানীয় সাংবাদিকদের কাছে ওসি বলেছেন, ‘‘আমি এমপি সাহেবের সঙ্গে প্রতিদিনই কথা বলি৷ কত কথাই তো হয়৷ সব কথাতো ওইভাবে স্মরণ থাকে না৷’’ তবে নামপ্রকাশে অনিচ্ছুক যশোর জেলার একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘‘ঊর্ধ্বতনদের নির্দেশে বিষয়টি নিয়ে পুলিশের পক্ষ থেকে অনুসন্ধান শুরু হয়েছে৷’’

বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘সাইফুল্লাহ আমাদের নেটওয়ার্ক মেম্বার৷ একজন ইটভাটার মালিকের পক্ষ হয়ে একজন সাংসদের এমন অবস্থান প্রমাণ করে, পরিবেশ নিয়ে যারা কাজ করেন, তারা কতটা নাজুক অবস্থার মধ্যে আছেন৷ আগামীকাল (রবিবার) অফিস খুললেই আমরা বন ও পরিবেশ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানাব৷ এছাড়া স্পিকার ও সংসদ নেতার কাছেও আমরা অভিযোগ জানাব৷ তিনি সংসদ সদস্য থাকা অবস্থায় আমরা তো নিরাপদ থাকতে পারি না৷’’ উল্লেখ্য, গত বছর যশোর-৬ আসনে উপ-নির্বাচন বিজয়ী হন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার৷ এর আগে ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি৷

২০১৯ সালের ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান