‘পরাজয় নিরীহ মানুষের' | পাঠক ভাবনা | DW | 01.05.2018
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘পরাজয় নিরীহ মানুষের'

‘‘এ ফিলিস্তিনিদের পরাজয় নয়, পরাজয় নিরীহ মানুষের'' গাজা উপত্যকায় সংঘাতের কারণ নিয়ে ডয়চে ভেলে থেকে প্রকাশিত ছবিঘরটি দেখে এমন মতামতই প্রকাশ করেছেন একজন পাঠক৷

‘‘পরাজয় শান্তিকামী মানুষের,পরাজয় বিশ্বের, পরাজয় বিশ্ববিবেকের, জয় হলো সন্ত্রাসী র, জয় হলো দানবের,'' এমনটিই মনে করছেন পাঠক জুনায়েদ হাসান৷ তিনি আরো লিখেছেন, ‘‘সন্ত্রাসী ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ঘর-বাড়ি লুট করছে৷ ফিলিস্তিনিদের জায়গা জবরদখল করছে বিশ্বসন্ত্রাস ইসরায়েল, যাদের অস্ত্র জোগায় আরেক সন্ত্রাসীর কারিগর অ্যামেরিকা৷ নিরীহ ফিলিস্তিনিদের টেনেহিঁচড়ে খাচ্ছে মানবতার দুশমন ইসরায়েল৷ আর জাতিসংঘ, ইইউ ধৈর্যের বাণী শুনায়? ''

তিনি মনে করেন, ‘‘ফিলিস্তিনিদে মারলে ইইউ অ্যামেরিকা না দেখার ভান করে৷'' জুনায়েদ হাসানের প্রশ্ন, ‘‘ফিলিস্তিনিরা তো পায় না কোনো চীন বা রাশিয়ান শেল্টার, পায়না কোনো কিম পরিবারেরর মতো লৌহমানব৷ এটাই তাদের অপরাধ?''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন