1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘পদত্যাগ' করবেন না মুগাবে

২০ নভেম্বর ২০১৭

পদ থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়েছেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে৷ জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে দলের পরবর্তী সম্মেলনে সভাপতিত্ব করার ঘোষণাও দেন তিনি৷

https://p.dw.com/p/2nvGL
Simbabwe Mugabe verkündet bei TV-Ansprache nicht wie erwartet Rücktritt
ছবি: picture alliance/NurPhoto/B. Khaled

এর আগে মুগাবের দল জানু-পিএফ জরুরি বৈঠক করে দলীয় প্রধানের পদ থেকে তাঁকে বহিষ্কার করে৷ এই বৈঠক থেকে পদত্যাগের জন্য মুগাবেকে আজ সোমবার পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়৷ এই সময়ের মধ্যে পদত্যাগ না করলে তাঁকে অভিশংসন করা হবে বলে সতর্ক করে দেয় দলটি৷

পার্টি থেকে তাঁকে বহিষ্কারের বিষয়ে কোনো মন্তব্য না করলেও ক্ষমতায় সামরিক হস্তক্ষেপকে তিনি ন্যায়পরায়ণতার প্রতি জিম্বাবোয়ের নিরাপত্তা বাহিনীর উদ্বেগ হিসেবে উল্লেখ করেন৷ অতীতের কিছু ব্যর্থতা অনেকের ক্ষোভের কারণ হয়েছে উল্লেখ করে মুগাবে বলেন, গত সপ্তাহের সামরিক হস্তক্ষেপকে হুমকি হিসেবে দেখছেন না তিনি৷ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবেষ্টিত মুগাবে তাঁর টেলিভিশন ঘোষণায় দেশবাসীকে প্রবীণ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে বিভিন্ন প্রজন্মের মধ্যে দূরত্ব কমানোর আহ্বান জানান৷

এ ঘোষণা চলাকালীন সময়েও রাজধানী হারারের রাস্তায় উপস্থিতি ছিল সেনাবাহিনী৷ হাজার হাজার মানুষও মুগাবের পদত্যাগের দাবিতে রাস্তায় নামেন৷ এই ভাষণে তিনি পদত্যাগের ঘোষণা দেবেন বলে গুঞ্জন ছিল৷

স্বাধীনতা যোদ্ধাদের সংগঠন ওয়ার ভেটারানস অ্যাসোসিয়েশনের নেতা ক্রিস্টফার মুতসভাঙ্গা জানান, মঙ্গলবারের সংসদ অধিবেশনেই মুগাবেকে অভিশংসনের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হবে৷ ‘‘হয় জানু-পিএফের কোনো নেতা পার্টির ভিতরে কী হয়েছে তা জানাননি তাঁকে, ফলে তিনি এ মিটিং সম্পর্কে না জেনেই বক্তব্য দিয়েছেন আর নয়ত পার্টি তাঁকে নিয়ে কি বলেছে এ বিষয়ে তিনি অন্ধ বা বধির৷''

অনেকে ক্ষমতা থেকে মুগাবের পতন দেশটির দমন নিপীড়ন ও অর্থনৈতিক সংকটের অবসান হিসেবে মনে করলেও অনেকের মনে এ নিয়ে সংশয় থেকেই গেছে৷ অন্যদিকে, সাউথ আফ্রিকান ডেভেলাপমেন্ট কমিউনিটি ও আফ্রিকান ইউনিয়ন থেকে বহিষ্কার এড়াতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে মুগাবেকে ক্ষমতাচ্যুত করার প্রসঙ্গটি এড়াতে চাইছে দেশটির সেনাবাহিনী৷

গত মঙ্গলবার স্ত্রী গ্রেসকে ক্ষমতায় বসাতে ভাইস প্রেসিডেন্ট নানগাগবাকে বহিষ্কার করলে মুগাবের বিরুদ্ধে সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে৷ ক্ষমতা থেকে সরে দাঁড়াতে রাজি না হওয়ায় গৃহবন্দি করা হয় মুগাবেকে৷

আরএন/ডিজি (রয়টার্স, ডিপিএ, এএফপি)