1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নয়াপল্টনে সমাবেশে অনড় বিএনপি

৩ ডিসেম্বর ২০২২

সরকারের অনুমতি এখনো না পেলেও ১০ ডিসেম্বর ঢাকার নয়াপল্টনেই সমাবেশের আয়োজন করতে চায় বিএনপি৷ দলের মহাসচিব মির্জা ফখরুল বলেছে.ন তারা সেখানে শান্তিপূর্ণ সমাবেশ করবেন৷

https://p.dw.com/p/4KR7L
রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির গণসমাবেশ
রাজশাহীর মাদ্রাসা ময়দানে বিএনপির গণসমাবেশছবি: Tarek Mahmood

শনিবার বিকালে রাজশাহী নগরীর মাদ্রাসা ময়দানে বিএনপির গণসমাবেশে বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর৷ তিনি দাবি করেন, দলটির পূর্ব ঘোষিত ১০ ডিসেম্বরের ঢাকার সমাবেশ নিয়ে ‘সরকারের ঘুম নেই'৷

দলটি ঢাকার নয়াপল্টনে নিজেদের কার্যালয়ের সামনে সমাবেশের আবেদন জানিয়েছে৷ কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এই স্থানের বদলে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছে৷ এ নিয়ে মির্জা ফখরুল সরকারের সমালোচনা করে বলেন, ‘‘নিজেরা নিজেরা বলাবলি শুরু করছে তখতে তাউস উল্টে যাবে৷ জনগণের উপর কোনো আস্থা নেই৷ আস্থা নেই বলেই প্রতি মুহূর্তে ভয় পায়, দুঃস্বপ্ন দেখে৷ বিএনপি আইলো, তারেক রহমান আইলো৷ এর আগেও নয়াপল্টনে বহু সমাবেশ করেছি কই কোনোদিন তো সমস্যা হয়নি৷ আজকে আপনারা জানেন আপনারা অনেক খারাপ করেছেন৷''

অন্য সমাবেশগুলির মতো রাজশাহীতেও নেতা-নেত্রীর নামে দুটি চেয়ার রাখা ছিল
অন্য সমাবেশগুলির মতো রাজশাহীতেও নেতা-নেত্রীর নামে দুটি চেয়ার রাখা ছিলছবি: Tarek Mahmood

সরকার অনুমতি না দিলেও নয়াপল্টনে সমাবেশ করার উপর জোর দিয়ে মির্জা ফখরুল বলেন, 'আমাদের ১০ ডিসেম্বরের সমাবেশ নয়াপল্টনে হবে৷ আমরা আগেও সেখানে সমাবেশ করেছি এবং আবারো শান্তিপূর্ণভাবে সমাবেশ করব৷''

বিএনপির আন্দোলন খালেদা জিয়া বা তারেক জিয়াকে প্রধানমন্ত্রীকরার জন্য নয় উল্লেখ করে তিনি বলেনজনগণের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য তারা এই আন্দোলন করছেন৷

রাজশাহীর সমাবেশের আগের দিন বিএনপির মহাসচিব  ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে অংশ নেন৷ ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ নিয়ে সেখানে তিনি জানান সরকারের কাছে ভেন্যু হিসেবে তারা  শুধু পল্টনের জন্যই আবেদন করেছেন৷ ১০ তারিখ বিএনপির প্রথম দফার আন্দোলন শেষ হবে উল্লেখ করে তিনি বলেন, দ্বিতীয় দফায় তারা সরকারের পদত্যাগের জন্য নতুন দাবি দাওয়া নিয়ে জনগণের সামনে আসবেন৷

এফএস/আরকেসি (দ্য ডেইলি স্টার, প্রথম আলো)