1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নয় বছর দেরিতে তৈরি বার্লিন বিমানবন্দরের পানি দূষিত

Sanjiv Burman৩ নভেম্বর ২০২১

প্রায় তিন দশক লেগেছে বিমানবন্দরটি তৈরিতে৷ নির্মাণব্যয় বেড়ে হয়েছে তিনগুণ৷ বার্লিনের সেই বিইআর বিমানবন্দর চালুর এক বছর না হতেই আবার দুশ্চিন্তার খবর৷ এবার বিমানবন্দরের পানিতে পাওয়া গেছে কলিফর্ম ব্যাক্টেরিয়া৷

https://p.dw.com/p/42X40
Symbolbild Trinkwasser
ছবি: Bernd Weißbrod/dpa/picture alliance

বার্লিন ব্রান্ডেনবুর্গ (সংক্ষেপে বিইআর) বিমানবন্দর নিয়ে অবশ্য নেতিবাচক খবর আসছে তিন দশক ধরে, অর্থাৎ নির্মাণকাজ শুরুর পর থেকেই৷ তখন মাঝে মাঝেই আলোয় আসতো ‘টেকনিক্যাল' সমস্যার কারণে কাজে মন্থরগতি আর দুর্নীতির খবর৷ মন্থরতা এতটাই যে বিমানবন্দর উদ্বোধনের কথা ছিল ২০১২ সালের জানুয়ারিতে, তখন তো হয়ইনি, এক বছর এক বছর করে পিছাতে পিছাতে অবশেষে উদ্বোধন হয়েছে ২০২০ সালের অক্টোবরে৷

রানওয়ে থেকে বিমান উড়তে শুরু করার পরও নেতিবাচক খবর থামেনি৷ জার্মানির গণমাধ্যমে কখনো এসেছে ডাস্টবিন উপচে পড়া আবর্জনায় টার্মিনালের একাংশ সয়লাব হয়ে যাওয়ার ছবি, কখনো দেখা গেছে টাইলস ভেঙে চৌচির হয়ে যাওয়া ফ্লোর, আবার কখনো কখনো খবরে উঠে এসেছে ময়লা, দুর্গন্ধময় শৌচাগার বা ত্রুটিপূর্ণ এসকেলেটর নিয়ে যাত্রীদের চরম ক্ষোভ, হতাশার কথা৷

তবে এবারের খবরটা আরো বেশি আতঙ্কজনক৷

সম্প্রতি বিইআর বিমানবন্দরের পানি পরীক্ষা করে জানা গেছে, পুরো বিমানবন্দরের পানিতেই রয়েছে কলিফর্ম ব্যাক্টেরিয়া৷ তাই আপাতত সবাইকে বিমানবন্দরের পানি ব্যবহারে খুব সতর্ক থাকতে বলা হয়েছে৷ বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত- পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত টার্মিনাল ১ এবং বিশেষ সরকারি টার্মিনালের শৌচাগারের পানি একেবারেই ব্যবহার করা যাবে না৷

এসিবি/ কেএম (এএফপি, ডিপিএ)