1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নড়াইলে বিক্ষোভ অব্যাহত, শ্রীলঙ্কা গেলেন মাশরাফি

২৩ জানুয়ারি ২০১১

বিশ্বকাপ ক্রিকেটের জন্য ঘোষিত বাংলাদেশ দলে মাশরাফি বিন মর্তুজার নাম না থাকায় শনিবার আবারও বিক্ষোভে ফেটে পড়ে মাশরাফি ভক্তরা৷ এদিকে, বিশেষজ্ঞ অস্ট্রেলীয় চিকিৎসক ডেভিড ইয়াংয়ের সঙ্গে দেখা করতে শ্রীলঙ্কা গেলেন মাশরাফি৷

https://p.dw.com/p/1015d
মাশরাফি বিন মর্তুজাছবি: AP

জনপ্রিয় পেস বোলার মাশরাফি দল থেকে বাদ পড়ায় গত বুধবার থেকেই বিক্ষোভ করছে ভক্তরা৷ নড়াইলে পালিত হয়েছে অর্ধদিবস হরতাল৷ মাশরাফিকে বাংলাদেশ স্কোয়াডে অন্তর্ভুক্তির দাবিতে ভক্তরা প্রায় দুই কিলোমিটার দীর্ঘ মানব বন্ধনও করেছিল৷ তবে এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড মাশরাফিকে দলে নেওয়ার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দেওয়ায় শনিবার আবারও পথে নেমে আসে প্রায় এক হাজার ভক্ত৷ অনেকের হাতে ছিল পোস্টার ও প্ল্যাকার্ড৷ এতে লেখা, ‘‘মর্তুজা, মর্তুজা, আমরা বিশ্বকাপে মর্তুজাকে চাই৷'' স্থানীয় নেতা শরীফ হুমায়ন কবীর বললেন, ‘‘বিশ্বকাপ স্কোয়াডে যতক্ষণ না মর্তুজাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ততদিন আমরা বিক্ষোভ চালিয়ে যাবো৷''

Flash-Galerie Cricket Weltmeisterschaft 2011
চোটের কারণে দল থেকে বাদ মাশরাফি (ফাইল ফটো)ছবি: AP

এদিকে, বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শ্রীলঙ্কায় চিকিৎসকের সাথে পরামর্শের জন্য শনিবার রাতে কলম্বো রওনা হয়েছেন মাশরাফি৷ বিশ্বকাপের জন্য ঘোষিত দলে মাশরাফি না থাকলেও সুস্থ হলে তাঁর ফেরার সম্ভাবনা আছে বলে নির্বাচকরা জানিয়ে রেখেছেন৷ তাই চোট কাটিয়ে ফেরার চেষ্টায় রয়েছেন বাংলাদেশের এই সেরা পেসার৷

এর আগে, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে মাশরাফি বার্তা সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘দল ঘোষণার পরদিনই ইয়াংয়ের সঙ্গে আমার কথা হয়েছে৷ তিনি এখন শ্রীলঙ্কায় আছেন৷ তাঁর সঙ্গে দেখা করতে আজ রাতেই শ্রীলঙ্কায় যাচ্ছি৷'' উল্লেখ্য, ইয়াং এর আগেও মাশরাফির চোটের চিকিৎসা করেছেন৷ মাশরাফি বলেন, ‘‘ইয়াংয়ের সঙ্গে কথা হলেও তিনি কোন মন্তব্য করেননি৷ আগে তিনি পায়ের অবস্থা দেখতে চেয়েছেন, পরে চোটের প্রতিবেদন দেবেন৷ তাঁর প্রতিবেদনের ওপর অনেক কিছু নির্ভর করছে৷''

প্রসঙ্গত, মাশরাফি এ পর্যন্ত ১১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৪৬টি উইকেট নিয়েছেন৷ এছাড়া ৩৬ টি টেস্ট ম্যাচে নিয়েছেন ৭৮টি উইকেট৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: আরাফাতুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য