1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তেহরানে ন্যাম সম্মেলন

৩০ আগস্ট ২০১২

ন্যাম সম্মেলনের উদ্বোধনী দিনে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে সেদেশের চরম শক্তিপরীক্ষা আর সিরিয়ার রক্তক্ষয়ী সংঘাত নিয়ে বিরোধপূর্ণ বক্তব্য সবার নজর কেড়েছে৷

https://p.dw.com/p/160Fk
ছবি: FARS

ইরানের রাজধানী তেহরানে বৃহস্পতিবার শুরু হয়েছে জোট নিরপেক্ষ আন্দোলন বা ন্যাম'এর দু'দিনব্যাপী শীর্ষ বৈঠক৷ সারা বিশ্বের ন্যামের সদস্য সংখ্যা ১২০৷ অনেক সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এই সম্মেলনে যোগদান করেছেন৷

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই সম্মেলনের উদ্বোধন করেন৷ এসময় তিনি জানান, তাঁর দেশ কখনোই পরমাণু অস্ত্রের সন্ধান করেনি৷ তিনি দাবি করেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ তার পশ্চিমা স্থায়ী সদস্যদের ইন্ধনে ইরানের বিরুদ্ধে ‘প্রকাশ্যে একনায়কতান্ত্রিক' আচরণ করছে৷

জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সম্মেলনে তাঁর বক্তব্যে, ইরানের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক সমাজের আস্থা স্থাপনে সেদেশকে উদ্যোগী হতে আহ্বান জানান৷ সম্মেলনে বক্তব্য প্রদানকালে মুনকে খানিকটা বিরক্ত মনে হচ্ছিল৷ ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং আইএইএ'র নীতিমালা অনুসারে সেদেশের পরমাণু কর্মসূচি সম্পর্কে আন্তর্জাতিক সমাজের আস্থা অর্জনে সক্ষম না হলে তার পরিণতি শুভ হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন মুন৷ তিনি বলেন, ‘বাকযুদ্ধ খুব দ্রুত প্রচণ্ড যুদ্ধে রূপ নিতে পারে৷'

Teheran - Treffen der blockfreien Staaten
তেহরানে ন্যাম সম্মেলনের একটি দৃশ্যছবি: MEHR

মিশরের নব নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মেদ মুরসিও ন্যাম সম্মেলনে অংশ নিয়েছেন৷ ১৯৭৯ সালের পর এই প্রথম কোন মিশরি রাষ্ট্রপ্রধান ইরান সফর করলেন৷ তবে মুরসির বক্তব্য তেহরানের জন্য বিব্রতকরই হয়েছে৷ তিনি সিরিয়ার সহিংসতাকে তার নিজের দেশে সংঘটিত ‘অভ্যুত্থান'-এর সঙ্গে তুলনা করেছেন৷ মুরসি জানান, মিশরের অভুত্থানের মাধ্যমে আরব বসন্তের মূলভিত্তি রচিত হয়েছে, যা (সেদেশে) টিউনিশিয়ার পর শুরু হয়েছিল এবং পরবর্তীতে লিবিয়া, ইয়েমেন ছাড়িয়ে এখন সিরিয়ার ‘নিপীড়ক' শাসকগোষ্ঠীর বিরুদ্ধে চলছে৷

বলাবাহুল্য, মুরসির এই বক্তব্য সিরিয়া এবং তার ঘনিষ্ঠ মিত্রদেশ ইরানের অবস্থানের সম্পূর্ণ বিপরীত৷ সিরিয়া এবং তার মিত্ররা মনে করে, সিরিয়ায় বিদ্রোহীদের উত্থান কার্যত মার্কিন যুক্তরাষ্ট্র এবং আঞ্চলিক দেশগুলোর ‘সন্ত্রাসবাদী' চক্রান্ত৷ মিশরের প্রেসিডেন্ট বক্তব্য প্রদানকালে তাই সম্মেলন স্থল থেকে সিরিয়ার প্রতিনিধিরা ‘ওয়াক আউট' করেন৷

প্রসঙ্গত, ন্যাম শীর্ষ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ ন্যাম সম্মেলন শুরুর আগে বুধবার তেহরানে একটি হোটেলে বৈঠক করেছেন এই দুই নেতা৷ বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুততম সময়ের মধ্যে নিষ্পত্তির বিষয়ে শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন মনমোহন সিং৷

এআই / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য