1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেপালে আবার ভূমিকম্প

১৩ মে ২০১৫

নেপালে গত মাসে প্রথম ভূমিকম্পের পর বার বার ‘আফটারশক' বা কম্পন হয়ে চলেছে, যা মোটেই অপ্রত্যাশিত নয়৷ কিন্তু বুধবারের ভূমিকম্প আতঙ্ক বাড়িয়ে দিয়েছে৷ এ নিয়ে সোশ্যাল মিডিয়ায়ও আলোচনা চলছে৷

https://p.dw.com/p/1FP5i
Bildergalerie Nepal erneutes Erdbeben
ছবি: picture alliance/ZUMA Press

বুধবারের ভূমিকম্পের খবর পেয়েই সঙ্গে সঙ্গে তা শেয়ার করেছেন অনেকে৷

বিশেষ করে নেপালের যে সব মানুষ দূরে আছেন, তাঁদের মনে আত্মীয় স্বজনদের নিয়ে দুশ্চিন্তা দেখা যাচ্ছে৷ যেমন অর্চনা থাপা লিখেছেন,

শুধু ভূমিকম্পের মুহূর্তে নয়, তার অনেক পরেও ক্ষয়ক্ষতির আশঙ্কা সম্পর্কে সচেতন করে দিয়েছেন কির্ক প্রিচার্ড৷

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মেলিন্ডা গেটস ভূমিকম্পের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানিয়ে সহায়তার কিছু উপায় শেয়ার করেছেন৷

পর্তুগালের ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো নেপালের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য ৭০ লক্ষ ইউরো দান করার খবরটি শেয়ার করেছেন অনেকে৷

এত বড় অঙ্কের দান না হলেও কিছু অভিনব উপায়ে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক প্রতিষ্ঠান৷ এর মধ্যে বার্নেজ অ্যাকাডেমির ছাত্রদের উদ্যোগ সত্যি চোখে পড়ার মতো৷

সংকলন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য