1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেদারল্যান্ডসে সন্দেহভাজন হামলাকারী ব্যক্তিটি কে?

১৯ মার্চ ২০১৯

নেদারল্যান্ডসের উটরেখট শহরে সোমবার ট্রামে গুলি চালিয়ে তিন ব্যক্তিকে হত্যার দায়ে তুরস্কে জন্মে নেয়া ৩৭ বছর বয়সি গোকমেন তানিসসহ তিনজনকে আটক করা হয়েছে৷ পুলিশ এখন গুলির ঘটনার কারণ জানার চেষ্টা করছে৷

https://p.dw.com/p/3FI33
Verletzte nach Schießerei in Utrecht
ছবি: Reuters/P. van de Wouw

সোমবার সকালে ঐ ঘটনার প্রায় সাত ঘণ্টা পর পুলিশ তানিসকে আটক করে৷ এরপর আরো দুজনকে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে আটক করা হয়েছে৷

হামলার পর স্থানীয় কর্তৃপক্ষ তানিসের ছবি প্রকাশ করে তাঁর কাছে যাওয়ার চেষ্টা না করতে শহরের বাসিন্দাদের পরামর্শ দিয়েছিল৷ এছাড়া মসজিদ ও স্কুলও বন্ধ করে দেয়া হয়েছিল৷

কে  এই তানিস?

তুরস্কের গণমাধ্যম বলছে, দেশটির ইয়োজগাত শহরে তার জন্ম৷ সেখানে বসবাসরত তানিসের আত্মীয়স্বজনদের সঙ্গে কথা বলে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদলু জানিয়েছে, ‘পারিবারিক বিবাদ'-এর কারণে এই হামলা হয়ে থাকতে পারে৷

নেদারল্যান্ডসের গণমাধ্যমেও উটরেখটে তানিসের প্রতিবেশীদের বক্তব্য প্রকাশিত হয়েছে৷ হামলার কারণ ‘সম্পর্ক'-এর বিরোধের হতে পারে বলে মনে করছেন তাঁরা৷

উটরেখটের প্রধান কৌঁসুলি রুটগার ইয়ুকেন এক সংবাদ সম্মেলনে পারিবারিক বিষয়টিও হামলার কারণ হতে পারে বলে মন্তব্য করেন৷

এদিকে, স্থানীয় পুলিশের কমিশনার রব ফান ব্রি গতরাতে এক টকশো-তে বলেছেন, তানিসের হামলায় নিহতদের সঙ্গে তাঁর পরিচয়ের কোনো যোগসূত্র এখনো পাওয়া যায়নি৷

নেদারল্যান্ডসের তদন্তকারীরা হামলাটি কিনা, তা খতিয়ে দেখছেন৷ দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এই কারণ ছাড়াও পারিবারিক বিবাদও একটি কারণ হতে পারে বলে মন্তব্য করেছেন৷

এদিকে, নেদারল্যান্ডসের কৌঁসুলি ও পুলিশ মঙ্গলবার বলেছেন, হামলার পর তানিস যে গাড়িতে করে পালিয়ে গিয়েছিলেন সেখানে একটি চিঠিসহ কিছু জিনিস পাওয়া গেছে, যাতে মনে হচ্ছে হামলাটি সন্ত্রাসবাদের অংশ হতে পারে৷

ডিএইচএস নামে তুরস্কের এক বার্তা সংস্থা তানিসের বাবা মেহমেত তানিসের বক্তব্য প্রকাশ করেছে৷ তিনি বলেছেন, তাঁর ছেলে যদি অপরাধ করে থাকে, তাহলে তিনি তাঁর শাস্তি চান৷ তবে ২০০৮ সালে স্ত্রী-র সঙ্গে বিচ্ছেদ হলে মেহমেত তানিস তুরস্কে ফিরে যাওয়ার পর ছেলের সঙ্গে আর কোনো যোগাযোগ ছিল না বলেও জানান তিনি৷

নেদারল্যান্ডসের পুলিশ জানিয়েছে, তানিসকে তাঁরা চিনত৷ আর এনওএস নামে দেশটির একটি প্রচারমাধ্যম জানিয়েছে, একটি   ধর্ষণ মামলায়  দুই সপ্তাহ আগেও আদালতে হাজির হয়েছিলেন তানিস৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য