1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ইউরোপ-বিরোধীরা ভালো করেনি’

২৪ মে ২০১৯

বৃহস্পতিবার নেদারল্যান্ডস ও ব্রিটেনে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ বুথ-ফেরত জরিপ বলছে, ডাচরা ইউরোপ বিরোধীদের প্রত্যাখ্যান করেছেন৷

https://p.dw.com/p/3J0Nc
ছবি: Reuters/P. van de Wouw

নেদারল্যান্ডসের সরকারি প্রচারমাধ্যম এনওএস-এর বুথ ফেরত জরিপ বলছে, ডানপন্থি পপুলিস্ট দল এফভিডি এবং ইসলাম-বিরোধী পিভিভি ২৬টির মধ্যে মাত্র তিনটি আসন পাবে৷ অথচ নির্বাচনের আগে জরিপ বলছিল, দল দুটি মোট ১০টি আসন পেতে পারে৷

উল্লেখ্য, ইউরোপীয় পার্লামেন্টে আসনের সংখ্যা ৭৫১৷ এর মধ্যে জনসংখ্যার অনুপাতে প্রতিটি দেশের জন্য আসনসংখ্যা নির্দিষ্ট করে দেয়া আছে৷ সে হিসেবে নেদারল্যান্ডস থেকে ২৬ জন সাংসদ নির্বাচিত হবেন৷ এই সাংসদদের এমইপি বলা হয়৷

এক মিনিটে ইউরোপীয় নির্বাচন সম্পর্কে জেনে নিন

বুথ-ফেরত জরিপ বলছে, ইইউ সংসদে সামাজিক গণতন্ত্রী গ্রুপের প্রধান প্রার্থী ফ্রান্স টিমারমান্সের লেবার পার্টি পাবে পাঁচটি আসন৷ আর ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের লিবারেল পার্টি পাবে চারটি আসন৷

এবারের ইইউ নির্বাচনে পপুলিস্ট, ডানপন্থি দলগুলো ভালো করতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল৷ ফলে নেদারল্যান্ডসে তারা ভালো করতে না পারার ট্রেন্ড কি বাকি ইউরোপেও দেখা যেতে পারে? আমস্টারডামে ডয়চে ভেলের সাংবাদিক ব্যার্ন্ড রিগ্যার্ট অবশ্য তেমনটা মনে করছেন না৷ তিনি বলছেন, নেদারল্যান্ডসে যে ফলাফলের কথা বলা হচ্ছে, সেটা শুধু একটা বুথ-ফেরত জরিপ৷ ফলে এই ট্রেন্ড কি ইউরোপেও দেখা যাবে কিনা, তা বলাটা একটু জলদি হয়ে যাবে৷ ‘‘২৮টি সদস্যরাষ্ট্রের প্রতিটিতে ভিন্ন গল্প, ভিন্ন কর্মসূচি রয়েছে৷ ফলে সেসব দেশের ফলের ভবিষ্যদ্বাণী করা কঠিন৷’’

এদিকে, ব্রিটেনের নির্বাচনি আইনের কারণে সে দেশে অনুষ্ঠিত ভোটের পর কোনো বুথ-ফেরত জরিপ প্রকাশ করা হয়নি৷ তবে ব্রিটেনে বসবাসরত ইউরোপের অন্য দেশের অনেক নাগরিক ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে৷ যুক্তরাজ্যের নির্বাচন কমিশন এজন্য ব্রিটেনের ইইউ নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নিতে দেরি হওয়াকে দায়ী করেছে৷ এক বিবৃতিতে তারা বলছে, ‘খুব অল্প সময়ের মধ্যে’ ব্রেক্সিট স্থগিত করে ইইউ নির্বাচনে অংশ নেয়ার সরকারি সিদ্ধান্তের কারণে জটিলতা তৈরি হয়েছিল৷

উল্লেখ্য, রবিবার ইইউর সব দেশে ভোটগ্রহণ শেষ হবে৷ এরপরই নেদারল্যান্ডস, ব্রিটেনসহ সব দেশের ফল জানা যাবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)