1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেত্রকোণায় ট্রলারডুবি

৯ সেপ্টেম্বর ২০২০

নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে দুই নৌযানের সংঘর্ষে ডুবে গেছে একটি যাত্রীবাহী ট্রলার৷ এখন পর্যন্ত দশজনের লাশ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আরো অনেকে৷

https://p.dw.com/p/3iC2R
ফাইল ছবিছবি: Imago Images/Zuma/KM Asad

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বরখাপন ইউনিয়নের রাজনগরে এই ঘটনা ঘটে৷ স্থানীয়দের বরাত দিয়ে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, নদীতে বালুবোঝাই একটি ট্রালারের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়৷ পরে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার কাজ শুরু করেন৷

বার্তা সংস্থা ডিপিএ-কে নেত্রকোণার সরকারি কর্মকর্তা আব্দুল খালেক জানিয়েছেন মোট দশজনের লাশ উদ্ধার করা হয়েছে৷ এদের মধ্যে পাঁচজন নারী ও পাঁচ শিশু রয়েছে৷ ইঞ্চিনচালিত নৌকাটিতে অন্তত ৩৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে৷ এর মধ্যে কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন৷ ১৫ জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে৷ 

আব্দুল খালেক বলেন, স্থানীয়ভাবে তৈরি এসব নৌযানের যাতয়তের কোন লাইসেন্স নেই৷ যাত্রী পরিবহণেও কোন রকমের নিয়মের তোয়াক্কা করা হয় না৷  

ট্রলারটি সুনামগঞ্জের ধর্মপাশা থেকে নেত্রকোণার ছাকুরাকোণায় যাচ্ছিল৷ যাদের লাশ উদ্ধার হয়েছে, তাদের পরিচয়ও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি৷

এর আগে পাঁচ আগস্ট নেত্রকোণার হাওরে ৪৮ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনা ঘটে৷ ১৮ জনের লাশ উদ্ধার করা হয়৷ 

এফএস/জেডএইচ (ডিপিএ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান