1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নেতৃত্বে শিখর, দলে ছয় নতুন মুখ

১১ জুন ২০২১

শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান। দলে বেশ কিছু নতুন মুখ।

https://p.dw.com/p/3ujlN
শ্রীলঙ্কা সফরে অধিনায়ক শিখর ধাওয়ান।ছবি: Getty Images/AFP/D. Sarkar

বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল ইংল্যান্ড সফরে, তাই শ্রীলঙ্কায় দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে ভারত। এই দলের নেতৃত্বে শিখর ধাওয়ান। সহ অধিনায়ক পেসার ভুবনেশ্বর কুমার। দলে আছে ছয় নতুন মুখ। আইপিএলের সৌজন্যে অবশ্য এই নতুন মুখও ক্রিকেটপ্রেমীদের কাছে খুবই পরিচিত। তারা হলেন দেবদত্ত পাড়িক্কল, নীতিশ রানা, চেতন সাকারিয়া, ঋতুরাজ গায়কোয়াড়, কষ্ণাপ্পা গৌতম এবং বরুণ চক্রবর্তী।

এছাড়া দলে আছেন পৃথ্বী শ, সূর্যকুমার যাদব, মণীশ পান্ডে, হার্দিক পাণ্ডিয়া, নীতীশ রানা, ঈশান কিশন, সঞ্জু স্যামসন, যুজবেন্দ্র চহাল, রাহুল চাহার, ক্রুণাল পাণ্ডিয়া, কুলদীপ যাদব, কুমার, দীপক চাহার, নবদীপ সাইনি, চেতন সাকারিয়া।

দ্বিতীয় সারির দল হলেও যথেষ্ট শক্তিশালী। এটাই এখন ভারতীয় ক্রিকেটের বৈশিষ্ট্য। প্রতিটি ক্ষেত্রে এতজন ভাল প্লেয়ার আছেন যে, বাছাই করাই মুশকিল হয়ে পড়ে।

শ্রীলঙ্কায়তিনটি একদিনের আন্তর্জাতিক ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। তাদের প্রথম একদিনের আন্তর্জতিক ম্যাচ হবে ১৩ জুলাই এবং শেষ টি-টোয়েন্টি হবে ২৫ জুলাই।

বিরাট কোহলির নেতৃত্বাধীন দল আগামী ১৮ জুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। তারপর ইংল্যান্ডের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে।

জিএইচ/এসজি(পিটিআই)