1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইসরায়েলে আবার নির্বাচন

৩০ মে ২০১৯

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জোট সরকার গঠন করতে ব্যর্থ হওয়ার পর সংসদ ভেঙে দেয়ার পক্ষে ভোট দিয়েছেন সাংসদরা৷ ফলে এখন ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে৷

https://p.dw.com/p/3JUxW
ছবি: picture-alliance/dpa/G. Tibbon

এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনে নেতানিয়াহুর দল ১২০টি আসনের মধ্যে ৩৫টিতে জয়লাভ করেছিল৷ ফলে রেকর্ড পঞ্চমবারের মতো আবারও প্রধানমন্ত্রীর হওয়ার সুযোগ পেয়েছিলেন তিনি৷ কিন্তু জোট গঠনে ব্যর্থ হওয়ায় বুধবার সংসদ ভেঙে দেয়ার প্রস্তাব দেয় নেতানিয়াহুর দল লিকুদ পার্টি৷ ১৭ সেপ্টেম্বর নতুন নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে৷

নেতানিয়াহুর সম্ভাব্য জোটসঙ্গী সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারম্যানের ইসরায়েল বেইতেনু দল এবং কয়েকটি কট্টর সনাতনপন্থি দলের মধ্যে বিবাদ না মেটায় সরকার গঠন করা সম্ভব হয়নি৷

ইসরায়েল বেইতেনুর প্রস্তাব ছিল এখন থেকে কট্টর সনাতনপন্থি ইহুদিদের জন্য সামরিক বাহিনীতে কাজ করা বাধ্যতামূলক করতে হবে৷ কিন্তু এতে রাজি নয় সনাতনপন্থি দলগুলো৷ এই অবস্থায় নেতানিয়াহু দুই পক্ষকে এক করতে সমর্থ হননি৷

এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে নেতানিয়াহু ইমিউনিটি এবং সুপ্রিম কোর্টের ক্ষমতা কমাতে চান৷ কিন্তু বিরোধী দলগুলো তা চায় না৷ এছাড়া নেতানিয়াহুর এমন চেষ্টার প্রতিবাদে সম্প্রতি কয়েক হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন৷

নেতানিয়াহুর স্ত্রীর বিরুদ্ধেও সরকারি তহবিল তছরূপের অভিযোগ উঠেছে৷ প্রধানমন্ত্রীর বাসভবনে কোনো রাঁধুনি নেই, এমন মিথ্যা কারণ দেখিয়ে তিনি নাকি ৮৫ হাজার ইউরোর খাবার অর্ডার করেছেন৷ তবে সম্প্রতি দেশটির গণমাধ্যম জানিয়েছে, নেতানিয়াহুর স্ত্রী কিছু অর্থ ফিরিয়ে দেয়ার বিনিময়ে অভিযোগ থেকে মুক্তির প্রস্তাব দিয়েছেন৷

এই প্রস্তাব বাস্তবায়নে আদালত থেকে অনুমোদন পেতে হবে৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)