‘নূর, নারীদের সম্মান দিয়ে কথা বলেন' | পাঠক ভাবনা | DW | 14.10.2020
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠকভাবনা

‘নূর, নারীদের সম্মান দিয়ে কথা বলেন'

‘‘দুশ্চরিত্রা নয়, আমি দুশ্চরিত্রহীন বলেছি‘'' নূরের এই মন্তব্য নিয়ে অনেকেই মত প্রকাশ করেছেন৷ সেখান থেকে শুধু নারীর প্রতি সম্মান বজায় রেখে করা মন্তব্য নিয়েই আজকের পাঠকভাবনা৷

 ‘‘মেয়েদেরকে সম্মান দিয়ে কথা বলেন, তাহলেই দেখবেন আপনার পেছনে লক্ষ লক্ষ ভক্ত এসে যাবে৷ সবাই তো দেখছে আপনি নির্দোষ, এখানে আপনার বাজে মন্তব্য করার কোনো প্রয়োজন ছিল না'' নূরকে উদ্দেশ্য করে ফেসবুক পাতায় এই মন্তব্য পাঠক উজ্জল হোসেনের৷

আর পাঠক সাজ্জাদ হোসেন চৌধুরী লিখেছেন,  ‘‘দুশ্চরিত্র ও চরিত্রহীন- এ দুটি শব্দ শুনেছি, দেখেছি ও পড়েছি, কিন্তু ‘দুশ্চরিত্রহীন' নামক শব্দটি নূরের লাইভ ভিডিও থেকে জীবনে প্রথম শুনলাম৷''

তবে পাঠক মোহাম্মদ মুহিন মনে করেন, যে বিষয়টি মিউচুয়ালি হয়, সে বিষয়টির উপকার-অপকার মিউচুয়ালি দু'জনকেই নিতে হবে৷

তবে আরিফ চৌধুরী মনে করেন ‘দুশ্চরিত্রাহীন-এর মানে দাড়াচ্ছে মেয়েটি ভালো চরিত্রের৷''

 এদিকে পাঠক নাজমুল ইসলাম বুঝতে পারছেন না ধর্ষণের মামলা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রী পুলিশের কাছে না গিয়ে নূরের কাছে কেন গিয়েছে্ন৷

ধর্ষণ মামলার বাদী শুরু থেকেই দাবি করে আসছেন, আসামিরা নূরের সংগঠনের বলে প্রথমে তার কাছে বিচার চেয়েছিলেন তিনি৷ তার অভিযোগ, নূর তার দলের গুরুত্বপূর্ণ সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তদন্ত না করে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে ওই নারীকেই বাড়াবাড়ি করতে নিষেধ করেন এবং বাড়াবাড়ি করলে পতিতা আখ্যায়িত করা হবে বলে হুমকি দেন৷ তারপর নূরসহ ছয়জনের বিরুদ্ধে মামলাও করেছেন তিনি৷

 সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী