1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিলামে উঠছে মাইকেলের থ্রিলার খ্যাত জ্যাকেট

৭ জুন ২০১১

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসন৷ তাকে যেমন ভোলার নয় তেমনি ভোলার নয় তাঁর সেই লাল এবং কালো রঙের থ্রিলার জ্যাকেটটি৷

https://p.dw.com/p/11VeM
নিলামের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে মাইকেলের জ্যাকেটছবি: AP

১৯৮৩ সালে চৌদ্দ মিনিটের ‘থ্রিলার' মিউজিক ভিডিও'তে যে জ্যাকেটটি পরেছিলেন মাইকেল, এবার সেই জ্যাকেটটিই নিলামে উঠতে যাচ্ছে৷ এই বিশেষ জ্যাকেট পপ শিল্পীদের ভবিষ্যৎ পোশাকের এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠেছিল৷

যুক্তরাষ্ট্রের বেভারলি হিলস'এ ২৫ এবং ২৬ জুন সংগীত জগতের সব রথীমহারথীদের স্মৃতি বিজড়িত নানা জিনিস নিলামে উঠছে জুলিয়েন্স অকশান গ্যালারিতে৷ আর সেই নিলামের প্রধান আকর্ষণ হতে যাচ্ছে মাইকেলের জ্যাকেট৷ জ্যাকেটের পাশাপাশি নিলামে উঠানো হবে মাইকেলের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস এর দস্তানা, একটি উইগ বা পরচুলা এবং একটি হ্যাট৷ মাইকেলের এসব জিনিসপত্রসহ মোট ৬০০টি জিনিস নিলাম হবে৷ এতে স্থান পাবে বিটলস, ম্যাডোনা, লেডি গ্যাগা, ফ্রাঙ্ক সিনাত্রা, এলভিস প্রেসলির মতো সংগীত তারকাদের জিনিসপত্রও৷

Michael Jackson Handschuh Flash-Galerie
জ্যাকেটের পাশাপাশি নিলামে উঠানো হবে মাইকেলের অ্যামেরিকান মিউজিক অ্যাওয়ার্ডস এর দস্তানাছবি: AP

মাইকেলের জ্যাকেটটি পাওয়া গেছে তাঁর দীর্ঘদিনের পোশাক ডিজাইনার ডেনিস টম্পকিনস এবং মাইকেল বুশ এর কাছ থেকে৷ একসময় পপতারকা নিজেই তার পোশাকের ডিজাইনারদের এই জ্যাকেট দিয়েছিলেন বলে জানিয়েছে জুলিয়েন'স অকশান কর্তৃপক্ষ৷ নিলামে গরুর চামড়া দিয়ে তৈরি জ্যাকেটটির দাম হাঁকা হতে পারে ২ লাখ থেকে ৪ লাখ ডলার৷ আর এই অর্থের একটা অংশ যাবে বণ্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র ‘দ্য শাম্বালা প্রিজার্ভ' এ৷ যেখানে অন্যান্য প্রাণীদের সঙ্গে মাইকেলের পোষা দুই বাঘ ‘থ্রিলার' এবং ‘সাবু'ও রয়েছে৷

২০০৯ সালের ২৫ জুন মাত্র ৫০ বছর বয়সে মারা যান জনপ্রিয় পপতারকা মাইকেল জ্যাকসন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক