1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি নিয়ে জটিলতা

১৫ জানুয়ারি ২০২০

নির্ভয়ার চার ধর্ষকের ফাঁসি নিয়ে শেষ সময়ে আবার জটিলতা দেখা দিল৷ দিল্লি সরকারের তরফে আদালতে জানিয়ে দেওয়া হল, ২২ তারিখ ফাঁসি দেওয়া সম্ভব নয়৷ 

https://p.dw.com/p/3WEGE
ছবি: Reuters

প্রস্তুতিতে কোনও ফাঁক ছিল না৷ দিন কয়েক আগে তিহার জেলে ফাঁসির মহড়া পর্যন্ত হয়েছে৷ ফাঁসুড়েকে খবর দেওয়া হয়ে গিয়েছে.৷ দুদিন আগে তিনি দিল্লি চলে আসছেন৷ তা সত্ত্বেও নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি নিয়ে জটিলতা দেখা দিল৷ মঙ্গলবার দিল্লি হাইকোর্টে নির্ভয়ার এক ধর্ষক মুকেশ সিং ফাঁসি আপাতত বন্ধ রাখার আবেদন জানিয়েছিল৷ সেই আবেদন বুধবার খারিজও হয়৷ কিন্তু দিল্লি সরকারের আইনজীবী আদালতে জানান, মুকেশ মঙ্গলবার রাষ্ট্রপতির কাছে ক্ষমাভিক্ষার আবেদনও জানিয়েছে৷ জেল ম্যানুয়াল বলছে, ক্ষমাভিক্ষার আবেদন খারিজ হয়ে গেলেও ফাঁসির আগে অপরাধীকে ১৪ দিনের নোটিশ দিতে হয়৷ তার মধ্যে তাকে ফাঁসি দেওয়া যায় না৷ ম্যানুয়াল মানলে ২২ জানুয়ারি তাদের ফাঁসি দেওয়া যাবে না৷  

কিন্তু হাইকোর্টের বিচারপতিরা জানিয়ে দিয়েছেন, নিম্ন আদালত ফাঁসির সাজা কার্যকর করার যে নির্দেশ দিয়েছে, তা না করার কোনও কারণ নেই৷  তবে দরকার হলে ধর্ষকরা আবার নিম্ন আদালতে আবেদন জানাতে পারে৷ সম্ভবত বৃহস্পতিবার নিম্ন আদালতে এই আবেদনের শুনানি হবে৷ 

ক্ষমাভিক্ষার আবেদনের ফয়সালাও সময়সাপেক্ষ৷ দিল্লি সরকারের আইনজীবী হাইকোর্টে বলেছেন মুকেশ সিং এর ক্ষমাভিক্ষার আবেদন রাজ্য সরকারের কাছ থেকে লেফটানান্ট গভর্নরের কাছে আসে৷ সেখান থেকে আবেদন যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে৷ তারা সেই আবেদন রষ্ট্রপতির কাছে পাঠায়৷ সূত্র জানাচ্ছে,এরপর রাষ্ট্রপতি কোবিন্দ দিল্লি সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে রিপোর্ট চান৷ সেটা পাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন৷  দিল্লি সরকারের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, তারা ইতিমধ্যেই ক্ষমাভিক্ষার আবেদন খারিজ করার প্রস্তাব পাঠিয়ে দিয়েছেন৷

আর এখন তো কেবল মুকেশ প্রাণভিক্ষার আবেদন করেছে৷ এরপর বাকিরাও করতে পারে৷ দুজন কিউরেটিভ পিটিশনও করেনি৷ তারা আবেদন করলে আরও সময় লাগবে৷ তবে এটা হতে পারে, মুকেশের আবেদন খারিজ হওয়ার পর তাকে ফাঁসি দিয়ে দেওয়া যেতে পারে৷  আদালতও এ ব্যাপারে কোনও নির্দেশ দিলে আলাদা কথা, না হলে ২২ তারিখ ফাঁসি হওয়া নিয়ে সন্দেহ  একটা থাকছেই৷

নির্ভয়ার মা অবশ্য আশা প্রকাশ করেছেন, ''আদালত এ দিন কিউরেটিভ পিটিশন খারিজ করে দিয়েছে৷ বাকিরা করলে সেটাও খারিজ হবে৷ তারপর ২২ তারিখ চার ধর্ষকের ফাঁসি হবেই৷''

জিএইচ/এসজি(নিউজ ১৮, টিওআই)