1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজ্য নির্বাচনে বিরোধীদের জয়

বের্ন্ড গ্রাসলার/এআই২১ জানুয়ারি ২০১৩

জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের ভোটে অল্প ব্যবধানে জয় পেয়েছে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং সবুজ দল৷ চলতি বছরের শুরুতেই এই জয়ে উৎফুল্ল বিরোধী দলগুলো৷ সংসদের উচ্চকক্ষেও এখন সংখ্যাগরিষ্ঠ মধ্য বামপন্থী দল৷

https://p.dw.com/p/17O9a
SPD-Spitzenkandidat Stephan Weil feiert am 20.01.2013 auf der Wahlparty der SPD in Hannover (Niedersachsen) am Abend der Landtagswahl 2013 in Niedersachsen. Foto: Rolf Vennenbernd/dpa +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

জার্মানির ক্ষমতাসীন জোট রবিবার রাতে খানিকটা দুশ্চিন্তাতেই পড়ে গিয়েছিল৷ লোয়ার স্যাক্সনির রাজ্যের বিধানসভা নির্বাচনে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের খ্রিষ্টীয় গণতন্ত্রী সিডিইউ এবং মুক্ত গণতন্ত্রী এফডিপি দলের জোট সরকার আদৌ টিকবে কিনা, তা নিয়ে দেখা দিয়েছিল সংশয়৷

মধ্যরাতে সব কিছু পরিষ্কার হয়ে যায়৷ সংসদে একটি আসন বেশি দখলে সমর্থ হয়েছে সামাজিক গণতন্ত্রী এসপিডি এবং সবুজ দল৷ আজ অবধি জার্মানির নির্বাচনে এত স্বল্প ব্যবধানে জয়ের ঘটনা মনে করতে পারছেন না কোন পণ্ডিতই৷ এই জয় সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনে সম্পর্কে বিরোধীদের মনে সাহস জোগাবে৷ সেই নির্বাচনে তৃতীয় দফা নিশ্চিত করতে লড়বেন ম্যার্কেল৷

Niedersachsen/ Der Kanzlerkandidat der SPD, Peer Steinbrueck, steht am Samstag (19.01.13) in Goettingen beim Strassenwahlkampf der SPD fuer die Landtagswahl 2013 in Niedersachsen vor roten Luftballons. Die Wahl findet am Sonntag (20.01.13) statt. Foto: Swen Pfoertner/dapd
পেয়ার স্টাইনরব্রুকছবি: dapd

তৃতীয় দফা বিজয় অর্জনে ম্যার্কেলের  লড়াই যে মোটেই সহজ হবে না, সেটা অবশ্য খানিকটা পরিষ্কার করে দিয়েছে লোয়ার স্যাক্সনির নির্বাচন৷ বরং চ্যান্সেলর পদে এসপিডির প্রার্থী পেয়ার স্টাইনরব্রুকের পালে হাওয়া লাগছে বেশি৷ রাজ্য নির্বাচনে খ্রিষ্টীয় গণতন্ত্রীরা হারিয়েছে ১৪টি আসন৷ আর এসপিডি জিতেছে একটি বাড়তি আসন৷

স্টাইনব্রুক অবশ্য ইতিমধ্যে খানিকটা অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন৷ তাঁর কিছু মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে৷ তিনি সেসব স্বীকারও করে নিয়েছেন৷ লোয়ার স্যাক্সনির নির্বাচনের সময় তাঁর এসব মন্তব্য পার্টির জন্য ইতিবাচক ছিল না বলেও মনে করেন তিনি৷ বিশেষ করে চ্যান্সেলরের বেতন বাড়ানো সংক্রান্ত মন্তব্যের কারণে নিজের দলেই সমালোচনার মুখে পড়েন তিনি৷ এমনকি আসন্ন চ্যান্সেলর নির্বাচনে তাঁকে প্রার্থী হিসেবে রাখা হবে কিনা, তা নিয়েও শুরু হয় বিতর্ক৷

লোয়ার স্যাক্সনিতে বিজয়ের পর অবশ্য স্টাইনব্রুকের উপর থেকে চাপ কিছুটা কমেছে৷ এই জয়ের ফলে জার্মান সংসদের উচ্চকক্ষ বুন্ডেসরাটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে মধ্য বামপন্থী বিরোধী দল৷ এই সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বুন্ডেসরাটে নিজেদের পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে পারে তারা৷ যেমন জার্মানিতে সার্বজনীন ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে চায় এসপিডি, চায় করখেলাপীদের আরো কঠোর সাজা৷ এমনকি সম্পত্তি করও চালু করতে চায় তারা৷ বুন্ডেসরাটে এখন সেসব তুলবে মধ্য বামপন্থীরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য