1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নির্বাচনী পোস্টারের নামে ক্ষতিকর পলিথিনের উৎসব

হারুন উর রশীদ স্বপন
২২ জানুয়ারি ২০২০

দুই সিটির নির্বাচনী পোস্টারে ঢাকার অলিগলি ছেয়ে গেছে। এইসব পোস্টারকে স্থায়িত্ব দিতে মোড়ানো হচ্ছে পলিথিনে, নাম লেমিনেটেড পোস্টার৷ প্রার্থীরা এবার পরিবেশ রক্ষায় জোর দিচ্ছেন। কিন্তু তারাই দল মত নির্বিশেষে ঢাকাকে পলিথিনের শহরে পরিণত করছেন। বুধবার হাই কোর্ট লেমিনেটেড পোস্টার ছাপা ও প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়ে একটি রুল জারি করেছে৷

https://p.dw.com/p/3WeAH

হারুন উর রশীদ স্বপন(ঢাকা)