1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিরাপত্তা বাহিনী ‘রাষ্ট্রীয় কর্তব্য’ পালন করছে: আসাদ

৭ আগস্ট ২০১১

সিরিয়ায় সরকারি বাহিনীর হাতে সাধারণ মানুষের মৃত্যু এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে৷ প্রতিদিন সেখানে গড়ে কমপক্ষে ৩০ জন করে লোক নিহত হচ্ছে৷ এদিকে আন্দোলনকারীদের দমনের কাজ চলবে বলে জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷

https://p.dw.com/p/12CZ9
প্রেসিডেন্ট বাশার আল আসাদছবি: dapd

সবশেষ পরিস্থিতি

৪৭ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷ এর মধ্যে ৩৮ জন মারা গেছে দিয়ার এজোর শহরে আর বাকীরা হুলা শহরে৷ বিদ্রোহীরা বলছেন সকাল থেকেই সেনাবাহিনী প্রায় ২০০ ট্যাঙ্ক নিয়ে দিয়ার শহরে হামলা শুরু করে৷ এছাড়া শহরের হাসপাতালও ঘিরে রেখেছে তারা৷ তাই আহতদের সেবা দেয়া হচ্ছে মসজিদে৷ আর হুলা শহরে নিহতদের মধ্যে এক শিশু রয়েছে৷

অভিযান চলবে

প্রেসিডেন্ট বাশার বলেছেন সেনাবাহিনীর অভিযান চলবে৷ তিনি বলেন সেনারা যা করছে সেটা ‘রাষ্ট্রীয় কর্তব্য'৷ আসাদ বলেন আন্দোলনের নামে সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেড দিচ্ছে, বিভিন্ন সরকারি ভবন ভাঙচুর করছে, আগুন দিচ্ছে৷ তাদের দমানো সেনাদের দায়িত্বের মধ্যে পড়ে৷ এদিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছর শেষে নতুন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন৷ সিরিয়ায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন মুক্ত, স্বাধীন নির্বাচনের জন্য সরকার ইতিমধ্যে অনেক পদক্ষেপ নিয়েছে৷ এ প্রসঙ্গে তিনি কিছুদিন আগে বিরোধী দল গঠনের সুযোগ দানের কথা বলেন৷ এছাড়া প্রায় অর্ধশত বছর ধরে থাকা জরুরি আইন তুলে নেয়া ও শাসক বাথ পার্টির মনোপলি ভেঙে দেয়ার ঘোষণার কথাও জানান৷

No FLASH Syrien Hama Assad Panzer Amateurbild 1.8.2011
সিরিয়ার বিভিন্ন শহরে ট্যাঙ্ক দিয়ে সেনা অভিযান চলছেছবি: APTN/AP/dapd

বিশ্বের প্রতিক্রিয়া

পোপ ষোড়শ বেনেডিক্ট সিরিয়ায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন৷ এর আগে জাতিসংঘের মহাসচিব বান কি-মুন প্রেসিডেন্ট আসাদকে ফোন করে নিরাপত্তা পরিষদের বিবৃতির কথা মনে করিয়ে দেন৷ আরব লিগও গভীর উদ্বেগ প্রকাশ করেছে৷ এদিকে এতদিন চুপ থাকার পর তুরস্কও সিরিয়ার ব্যাপারে কঠোর মনোভাব প্রকাশ করেছে৷ তুর্কি প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যুপ এর্দোয়ান বলেছেন, পররাষ্ট্রমন্ত্রী তুরস্কের একটি কঠোর বার্তা নিয়ে আগামী মঙ্গলবার সিরিয়ায় যাবেন৷ তবে তুরস্কের এই ধরনের মনোভাবের ব্যাপারে ইতিমধ্যে পাল্টা বক্তব্য শোনা গেছে সিরিয়ার পক্ষ থেকে৷ প্রেসিডেন্টের একজন উপদেষ্টা বলেছেন, তুরস্ক যদি কঠিন কথা শোনায় তাহলে তাদের কাছে তুরস্ককে শোনানোর মতো আরও কঠিন কথা রয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান