1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তর কোরিয়ায় টিলারসন

৪ এপ্রিল ২০১৭

এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য চীনের ওপর চাপ দেবে বলে জানিয়েছেন জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি৷

https://p.dw.com/p/2adSQ
Nordkorea Tongchang-Ri Raketen-Teststation
ছবি: Getty Images/AFP/P. Ugarte

আগামী ২৮শে এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়াকে নিয়ে যে অধিবেশন বসবে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন তার সভাপতিত্ব করবেন বলে জানিয়েছেন হেলি৷

আগামী সপ্তাহান্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের রাষ্ট্রপ্রধান শি জিনপিং-এর মধ্যে সাক্ষাতের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে টিলারসনের জাতিসংঘে প্রথম পদার্পণ ঐ সাক্ষাতের একটি গুরুত্বপূর্ণ ‘ফলো-আপ' হবে, বলে হেলি মন্তব্য করেন৷

পিয়ংইয়াংকে তার ধারা বদলাতে বাধ্য করানোয় চীনকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে হেলি যোগ করেন৷ ‘‘চীন হলো একমাত্র (দেশ), উত্তর কোরিয়া যার কথা শুনবে,'' বলেন হেলি৷

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, টিলারসনের সভাপতিত্বে এ অধিবেশনে কী নিয়ে আোলোচনা হবে তা নির্ভর করবে শি-ট্রাম্প সাক্ষাতের ফলাফলের উপর৷

‘‘মার্কিন যুক্তরাষ্ট্র গত ২৫ বছর ধরে চীনকে বলতে শুনছে যে, তারা উত্তর কোরিয়ার ব্যাপারে উদ্বিগ্ন; কিন্তু আমরা ওদের সে ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখিনি,'' বলেন হেলি৷ তাঁর কথায়, ‘‘এই (মার্কিন) প্রশাসন ওদের সক্রিয় দেখতে চায় বলে আমার ধারণা এবং সেজন্য (এই প্রশাসন) ওদের উপর চাপ দেবে বলে আমার মনে হয়৷''

আরেকটি রকেট পরীক্ষা?

হেলি বলেন যে, এপ্রিলের শেষে জাতিসংঘের উত্তর কোরিয়া বৈঠকে যত বেশি সম্ভব পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে তাঁর আশা৷ ‘‘(উত্তর কোরিয়া) যে কোনো দিন আরেকটি রকেট পরীক্ষা করবে বলে আমরা প্রত্যাশা করছি,'' হেলি বলেন৷

‘‘আমাদের লক্ষ্য হলো এইটুকু বলা যে, (উত্তর কোরিয়াকে) থামানোর জন্য আমাদের কী করতে হবে?''

গত মাসে বেইজিংয়ে টিলারসনের সাক্ষাৎ হয় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-র সঙ্গে৷ য়ি পরে বলেন, কোরীয় উপদ্বীপের পারমাণবিক সমস্যাটি মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে৷ কূটনৈতিক আলাপ-আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যাটি সমাধানের সংকল্প থাকা বলেও মনে করেন য়ি৷

এসি/এসিবি (এএফপি, এপি, রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য