1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিপীড়িত পুরুষদের হয়ে লড়াই করছেন এক নারী

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
১৮ ফেব্রুয়ারি ২০১৯

নন্দিনী ভট্টাচার্য্য এগিয়ে এসেছেন সেই পুরুষদের পাশে যাঁদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, যাঁরা নিপীড়িত এবং নিগৃহীত৷ নিপীড়িত পুরুষদের হয়ে লড়াই করার জন্য তারিফ জানিয়েছেন তাঁকে নারীরাই৷

https://p.dw.com/p/3DYcU

প্রায় অধিকাংশ মানুষ যখন ভাবছেন আমাদের সমাজে কেবল নারীরাই নিগৃহীত, নারীদের সব অধিকারই হরণ করে নেওয়া হয়েছে, ঠিক তখনই উলটো স্রোতে হেঁটে নন্দিনী এগিয়ে এসেছেন সেই পুরুষদের পাশে যাঁদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে, যাঁরা নিপীড়িত এবং নিগৃহীত৷ এর ফলে তিনি কিন্তু মোটেই ফেমিনিজম-বিরোধী হিসেবে চিহ্নিত হননি, বরং নিপীড়িত পুরুষদের হয়ে লড়াই করার জন্য তারিফ জানিয়েছেন তাঁকে নারীরাই৷