‘নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে' | পাঠক ভাবনা | DW | 04.10.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে'

কাটালুনিয়ায় গণভোটে  পুলিশ বাধা দেয়ায় ফলে ডয়চে ভেলের ফেসবুক পাতায় ওপরের মন্তব্যটি করেছেন একজন পাঠক৷ ভিন্নমতও রয়েছে৷

গণভোট নিয়ে পাঠক মঈন আহমেদ মনে করছেন, কাটালুনিয়া স্বাধীন হলে ইউরোপের অনেক দেশ নাকি ভেঙ্গে যাবে। তবে তিনি স্প্যানিশ সরকার যে ব্যবস্থা নিচ্ছে তার প্রতিক্রিয়ায় ইউরোপীয় ইউনিয়ন কী দেবে, সেটাই দেখার অপেক্ষায় আছেন৷

‘‘এই বিষয়ে ইউরোপীয় গণতন্ত্র কী বলে?'' দেওয়ান কিবরিয়ার প্রশ্ন৷ তবে পাঠক মাহমুদুল হাসান কিন্তু পুলিশের বাধা দেয়াকে একেবারেই সমর্থন করেন না৷

মোহাম্মদ ইউসুফ সায়মন খুব জোর দিয়ে বলছেন, ‘‘স্প্যানিশদের প্রতিহত করে ভোট দিতে হবে, নিজের অধিকার নিজেকেই প্রতিষ্ঠা করতে হবে৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা:আশীষ চক্রবর্ত্তী 

 

নির্বাচিত প্রতিবেদন