1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অ্যাপল ছাড়লেন জনি আইভ

২৮ জুন ২০১৯

অ্যাপলের জন্য তো তিন দশক ধরেই করলেন, এবার নিজে কিছু করতে চান জনি আইভ৷ তাই টেক জায়ান্ট অ্যাপলকে বিদায় বলেছেন প্রতিষ্ঠানটির প্রধান ডিজাইনার জনি আইভ৷ বৃহস্পতিবার অ্যাপলের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে৷

https://p.dw.com/p/3LEEt
USA Apple-Manager Jonathan Ive Tim Cook
ছবি: picture-alliance/dpa/VCG/Qi Heng

অবশ্য বছরের বাকি সময়টাও অ্যাপলের জন্য নিজের মেধা, শ্রম ব্যয় করবেন তিনি৷ বছরের শেষ নাগাদ, তল্পিতল্পা গুছিয়ে মন দেবেন নিজের প্রতিষ্ঠানে৷ যদিও অ্যাপল ছেড়ে কি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তার উত্তর এখনও মেলেনি৷

অ্যাপল প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবসের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জনি আইভ৷ প্রতিষ্ঠানটির ‘ট্রেডমার্ক' আইফোনসহ বিভিন্ন পণ্যের নকশাটা এসেছে তাঁর মাথা থেকেই৷ ১৯৯০ এর দশকে অ্যাপলের ভয়ঙ্কর দুঃসময়ে ঘুরে দাঁড়ানোর মন্ত্রণাও দিয়েছিলেন আইভ৷

ইভের নকশায় আইফোন, আইম্যাক, আইপ্যাডের কল্যাণে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে প্রতিষ্ঠানটি, মর্যাদা পেয়েছে টেক জায়ান্টের৷

অ্যাপলেন প্রধান নির্বাহী টিম কুক এক বিবৃতিতে বলেছেন, ডিজাইনের জগতে জনি আইভ অদ্বিতীয়৷ অ্যাপলের পুনর্জাগরণে জনির অবদানের কথা ভাষায় প্রকাশ করা যাবে না৷'

ক্যালিফোর্নিয়ার প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, আইভ তাদের ছেড়ে গেলেও, তাঁর সঙ্গে ‘এক্সক্লুসিভ প্রজেক্ট' নিয়ে কাজ করবে অ্যাপল৷

অ্যাপলে নিজের কর্মজীবন শুরু করেছিলেন ১৯৯২ সালে৷ মৃত্যুর আগ পর্যন্ত স্টিভ জবসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন তিনি৷ হয়তো সে কারণেই জবস তার ডিজাইনার জনি আইভকে বলতেন ‘স্পিরিচ্যুয়াল পার্টনার'৷

‘৩০ বছর ধরে অসংখ্য প্রজক্টে কাজ করেছি৷ আজ গর্বের সঙ্গে বলতে চাই, ডিজাইনের জন্য অতুলনীয় একটি দল তৈরি হয়েছে অ্যাপলে৷ আগের যেকোনো সময়ের চেয়ে, এই দলটি অনেক শক্তিশালী'--এক বিবৃতিতে এ কথা জানান জনি আইভ৷

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে শেয়ার বাজারে অ্যাপলের দরপতন হয়েছে৷ যার পরিমাণ ১.৩৪ শতাংশ৷ তবে গত অক্টোবর আর জানুয়ারিতেও দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে অ্যাপল৷

টিএম/কেএম (এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য