1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নিউজিল্যান্ডে বাড়ি কিনতে পারবে না বিদেশিরা

১৬ আগস্ট ২০১৮

নিউজিল্যান্ডে অবস্থানরত বিদেশি নাগরিকরা দেশটিতে কোনো বাড়ি কিনতে পারবে না৷ দেশটির পার্লামেন্টে এ সংক্রান্ত আইন পাশ হয়৷

https://p.dw.com/p/33GH8
ছবি: picture alliance/robertharding/L. Brown

বাসস্থান ক্রয়মূল্যের ঊর্ধগতি ঠেকাতেই এ নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার৷ তবে অস্টেলিয়ার নাগরিকরা এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে৷ 

এ আইনটি পাশের মধ্য দিয়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন বাসা-বাড়ির দাম নিয়ন্ত্রণের বিষয়ে তাঁর দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করেছেন৷ দেশটির অর্থ প্রতিমন্ত্রী ডেভিড পার্কার বলেন ‘‘এ আইন একটি মাইলফলক হয়ে খাকবে৷ এর মধ্য দিয়ে প্রমাণিত হলো সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরনে অঙ্গীকারবদ্ধ৷'' এ আইন পাশের ফলে নিউজিল্যান্ডবাসীদের নিজের একটি বাড়ি বা বাসস্থান থাকার স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন তিনি৷      

দ্বিগুন বেড়েছে বাসা-বাড়ির দাম 

গত এক দশকে দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ডে বাসার দাম প্রায় ৬০ ভাগ বেড়েছে৷ নিউজিল্যান্ডের রিয়েল এস্টেট ইন্সটিটিউটের তথ্য মতে দেশটিতে বাসা-বাড়ির ক্রয়মূল্য গত জুলাই মাসে কিছুটা কমলেও দাম এখনো গত বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ২ ভাগ বেশি৷

বিদেশি ক্রেতাদের মধ্যে চিন ও অস্ট্রেলিয়ার নাগরিকদের সংখ্যাই বেশি৷ প্রসঙ্গত, গত কয়েকবছর ধরে নিউজিল্যান্ডে অভিবাসীর সংখ্যা বাড়ছে৷ ২০১৭ সালে দেশটিতে অভিবাসীর সংখ্যা ছিল ৭১ হাজার, যার মধ্যে ২০ ভাগ অস্ট্রেলীয়, ১২ ভাগ বৃটিশ ও ১০ ভাগ চীনা৷    

আইএমএফ-এর সতর্কতা

এদিকে এ আইনটির বিষয়ে গত জুলাই মাসে নিউজিল্যান্ডকে সতর্ক করেছিল আইএমএফ৷ আন্তর্জাতিক এ অর্থনৈতিক সংস্থাটি বলছে বাসা-বাড়ি কেনার বিষয়ে এ নিষেধাজ্ঞা বিদেশিদেরকে দেশটিতে বিনিয়োগে নিরুৎসাহিত করতে পারে৷  

আরআর/এসিবি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান